শিলিগুড়ি, 11 এপ্রিল :বিমান পরিষেবা বন্ধ থাকায়শিলিগুড়িতে বাড়ছে দূরপাল্লার বাসের চাহিদা ৷ রানওয়েতে কাজের জন্য 11 এপ্রিল সোমবার থেকে 15 দিনের জন্য বিমান পরিষেবা বন্ধ থাকবে বাগডোগরায় ৷ তাই যাত্রীদের ভরসা বলতে বাস । তাতেই ভিড় বাড়ছে দূরপাল্লার বাসে (Demand for Long Distance Buses is Increasing in Siliguri due to Closure of Air Services) । ইতিমধ্যে অধিকাংশ বেসরকারি লাক্সারি, ভলভো বাসের বুকিং প্রায় শেষ হয়ে গিয়েছে । তবে চাহিদা বাড়তেই বেসরকারি বাসের অ্যাপ কোম্পানিগুলি ভাড়া বাড়িয়ে টিকিট বিক্রি করছে বলে অভিযোগ । যদিও বাসের ভাড়া বাড়ানো হয়নি বলে দাবি বাস ওনার্স এবং বুকিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ।
সাধারণ স্লিপার ক্লাস ডিলাক্স বাসগুলিরও চাহিদা বেড়ে গিয়েছে । শিলিগুড়ি জংশনের তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে প্রতিদিন বিহার, অসম এবং কলকাতা মিলিয়ে প্রায় শতাধিক বাস চলাচল করে । এই বাসগুলির টিকিট প্রত্যেকটি বাস কোম্পানির কাউন্টার থেকে মেলে । তাছাড়াও বেসরকারি অ্যাপ কোম্পানিগুলি এই বাসের টিকিট বিক্রি করছে ।
অন্যদিকে যাত্রী চাহিদা বেড়ে যেতেই এই অ্যাপ কোম্পানিগুলি প্রতিদিন ভাড়ার তালিকা পাল্টে নতুন নতুন দামে টিকিট বিক্রি করছে বলে অভিযোগ । শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য বেসরকারি নন এসি স্লিপারের বাস ভাড়া 500 থেকে 600 টাকা । সাধারণ ভলভো বাসের ভাড়া 1150 টাকা ৷ ভলভো মাল্টি এক্সেলর ভাড়া 1300 থেকে 1500 টাকা এবং ভলভো মাল্টি এক্সেল সেমি স্লিপার বাসের ভাড়া প্রায় 1500 থেকে 1800 টাকা ।
আরও পড়ুন :Vorer Alo : পর্যটক টানতে নতুন রূপে সাজছে ভোরের আলো