পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মাটিগাড়ায় উদ্ধার ব্রাউন সুগার, গ্রেপ্তার তিন - Brown sugar rescued

মাটিগাড়ায় পুলিশি অভিযানে গ্রেপ্তার তিন, উদ্ধার 1 কেজি 200 গ্রাম ব্রাউন সুগার।

police raid
police raid

By

Published : Sep 29, 2020, 6:26 PM IST

মাটিগাড়া, 29 সেপ্টেম্বর : খবর আগে থেকেই ছিল ৷ সেই মতো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত মাটিগাড়া থানার পুলিশ সোমবার রাতে সিটি সেন্টার সংলগ্ন এলাকায় অভিযান চালায় ৷ আর তাতেই মিলল সাফল্য ৷ উদ্ধার হয়েছে 1 কেজি 200 গ্রাম ব্রাউন সুগার ৷ একটি বোলেরো গাড়িকে বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকে ৷ ধৃতদের নাম ওমর ফারুক, মহম্মদ আক্তারুল হক এবং রতন রায়।

মাটিগাড়া থানার পুলিশ জানিয়েছে সিটি সেন্টার সংলগ্ন ওই এলাকায় গতকাল রাতে একটি বোলেরো গাড়িতে ওই তিন জনকে আটক করে পুলিশ । ওই তিনজনকে জেরা করেই খোঁজ মিলেছে 1কেজি 200 গ্রাম ব্রাউন সুগারের। তারপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় ৷ পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য আনুমানিক 50 লাখ টাকা। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যেই দুইজন মালদার বাসিন্দা ৷ ও অপরজন শিলিগুড়ির বাঘাযতীন এলাকার ৷

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এক কর্তা জানান, কিছু দিন ধরেই খবর ছিল, ওই এলাকায় মাদকের কারবার চলছে। তার ভিত্তিতেই পুলিশকে গতকাল অভিযান চালায়।

ABOUT THE AUTHOR

...view details