নকশালবাড়ি, 26 জুন:ফাঁসিদেওয়ার (Phansidewa) পর নকশালবাড়ি (Naxalbari) ৷ শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (SMP Election 2022) চলাকালীন ফের ছড়াল উত্তেজনা ৷ বিজেপি-র নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ উঠল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটে বাগডোগরা উচ্চ বালিকা বিদ্যালয়ে ৷ বিজেপি-র অভিযোগ, সিদ্ধার্থ থাপা নামে তাদের এক পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে ৷ এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের বাগডোগরার অঞ্চল সভাপতি উজ্জ্বল শর্মাকে ৷ তিনি অবশ্য হামলার কথা অস্বীকার করেছেন ৷
সিদ্ধার্থ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ দিন দুই মহিলা ভোট দিতে এসে দেখেন তাঁদের ভোট আগেই পড়ে গিয়েছে ! এই ঘটনা জানার পরই ছাপ্পা ভোটের অভিযোগ তুলে সরব হন সিদ্ধার্থ ৷ তাঁর দাবি, এই কারণেই তাঁকে মারধর করা হয় ৷ স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল শর্মার অনুগামীদের নিয়ে তাঁর উপর হামলা চালান বলে দাবি করেছেন সিদ্ধার্থ ৷
আরও পড়ুন:Municipal By Poll 2022: দমদম 4 নং ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ সিপিআইএম প্রার্থীর