শিলিগুড়ি, 6 মে : উত্তরবঙ্গ মানেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ৷ সেই সৌন্দর্য্যকে ক্যামেরা বন্দি করতে গিয়ে মারাত্মক পরিণতি পর্যটকের ৷ ট্রেনের দরজা থেকে বাইরে ঝুলে ছবি তুলতে গিয়েই রেল লাইনের ধারে থাকা সিগন্যাল পোস্টে ধাক্কা লেগে গুরুতর জখম হন ওই যুবক ৷ জখম ওই পর্যটকের নাম শোভন বিশ্বাস ৷ উত্তর 24 পরগনার বাগুইআটির বাসিন্দা ৷ বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনার পরেই আনন্দ বিষাদে বদলে যায় ওই পর্যটক দলের (Tourist seriously injured in North Bengal) ৷
জানা গিয়েছে , বৃহস্পতিবার রাতে শোভন, তাঁর দাদা, বৌদি ও বন্ধু মিলিয়ে 25 জনের সঙ্গে ডুয়ার্সে ঘুরতে যায়। সেখান থেকে ফের ট্রেনে মালবাজার যাওয়ার জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেসে রওনা দেন । সেভকের রেল স্টেশন পার করে ট্রেনটি যখন ঘন পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই সময়েই এক বন্ধুকে সঙ্গে নিয়ে শোভন দরজার কাছে যায় জঙ্গলের ছবি তুলতে । দরজার বাইরে ঝুলে ছবি তুলতে গেলে সিগন্যালের পোস্টে ধাক্কা লাগে ট্রেন থেকে লাইনে পড়ে গুরুতর জখম হন ওই পর্যটক । দুর্ঘটনা বুঝতে পেরেই যাত্রীরা চিৎকার করে ও চেন টেনে ট্রেনটিকে থামিয়ে দেয় ।