শিলিগুড়ি, 16 মে:রবিবার লকডাউনের সকালে নজিরবিহীন ঘটনা শিলিগুড়িতে । করোনা মোকাবিলায় সরকারি ব্যর্থতার অভিযোগে শিলিগুড়ির হাসমিচকে ধর্নায় বসলেন তিন বিজেপি বিধায়ক ৷ করোনা পরিস্থিতিতে পুলিশ ধর্না প্রত্যাহার করার আবেদন করলেও তা না-মানায় তিন বিধায়ককে গ্রেফতার করা হয় ৷
করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের অব্যবস্থা, করোনায় সংক্রমিতদের মৃত্যু, নির্বাচিত জনপ্রতিনিধিদের বাদ দিয়ে সরকারি বৈঠকে পরাজিত প্রার্থীদের বসানো এবং কোনও সরকারি বৈঠকে নির্বাচিত জনপ্রতিনিধিদের না-ডাকা - এমনই নানা অভিযোগে ধর্নায় বসেছিলেন শিলিগুড়ি ও শিলিগুড়ি মহকুমার তিন বিজেপি বিধায়ক । শিলিগুড়ির সফদর হাসমি চকে রাস্তায় ধর্নায় বসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ও মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ।
তাঁরা ধর্নায় বসতেই শিলিগুড়ি থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা হাসমি চকে উপস্থিত হন । পুলিশ আধিকারিকদের তরফ থেকে বিধায়কদের ধর্না প্রত্যাহার করার জন্য একাধিকবার আবেদন জানানো হয় । কিন্তু ধর্না প্রত্যাহার না করায়, শেষমেষ তিন বিধায়ককে বিপর্যয় মোকাবিলা ধারা লঙ্ঘন করার অপরাধে গ্রেফতার করা হয় ।