শিলিগুড়ি, 10 জুন : পুলিশের অভিযানে বাংলাদেশের পাচারের আগেই উদ্ধার হল 20টি গরু ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ । শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্ট এলাকায় অভিযান চালায় দার্জিলিংয়ের বিধাননগর ফাঁড়ির পুলিশ ৷
গোপন সূত্রে দার্জিলিঙের বিধাননগর ফাঁড়ির পুলিশ জানতে পেরেছিল, শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেক পোস্ট দিয়ে গরু পাচার করা হবে ৷ সেই মতো অভিযান চালিয়ে একটি ট্রেলার আটক করে পুলিশ ৷ ট্রেলারে তল্লাশি চালিয়ে 20টি গরু উদ্ধার করা হয় ৷ ট্রেলারের চালককে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত চালকের নাম এলিম খান ৷ সে উত্তরপ্রদেশের ঔরঙ্গাবাদের বাসিন্দা ৷