পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাংলাদেশে পাচারের আগে উদ্ধার 20 গরু, গ্রেফতার 1 - শিলিগুড়ি

বাংলাদেশে পাচারের আগে একটি ট্রেলার থেকে উদ্ধার হল 20টি গরু ৷ শিলিগুড়ির ফাঁসিদেওয়া থেকে গরুগুলিকে উদ্ধার করা হয়েছে ৷ উত্তর দিনাজপুর থেকে কোচবিহার হয়ে গরুগুলিকে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল ৷

20 cow rescued before being smuggled to bangladesh in Phansidewa siliguri
বাংলাদেশে পাচারের আগে উদ্ধার 20টি গোরু, গ্রেফতার 1

By

Published : Jun 10, 2021, 5:16 PM IST

শিলিগুড়ি, 10 জুন : পুলিশের অভিযানে বাংলাদেশের পাচারের আগেই উদ্ধার হল 20টি গরু ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ । শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্ট এলাকায় অভিযান চালায় দার্জিলিংয়ের বিধাননগর ফাঁড়ির পুলিশ ৷

গোপন সূত্রে দার্জিলিঙের বিধাননগর ফাঁড়ির পুলিশ জানতে পেরেছিল, শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেক পোস্ট দিয়ে গরু পাচার করা হবে ৷ সেই মতো অভিযান চালিয়ে একটি ট্রেলার আটক করে পুলিশ ৷ ট্রেলারে তল্লাশি চালিয়ে 20টি গরু উদ্ধার করা হয় ৷ ট্রেলারের চালককে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত চালকের নাম এলিম খান ৷ সে উত্তরপ্রদেশের ঔরঙ্গাবাদের বাসিন্দা ৷

আরও পড়ুন : গোরু পাচার নিয়ে জ়িরো টলারেন্স নীতি নেওয়ায় পরিস্থিতি বদলেছে, জানালেন বিএসএফ আধিকারিক

উদ্ধার হওয়া গরুগুলিকে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে কোচবিহার হয়ে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷ এই পাচার চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে বলে মনে করছে পুলিশ ৷ ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details