শিলিগুড়ি, 14 মে: চেন্নাই থেকে আসা শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরলেন সিকিমের 133 জন শ্রমিক। আজ দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি । এটিই চেন্নাই থেকে উত্তরবঙ্গে আসা প্রথম শ্রমিক স্পেশাল। ওই ট্রেনে আসা সিকিমের শ্রমিকদের থার্মাল স্ক্রিনিং করা হয় । তারপর তাঁদের সড়কপথে সিকিমে ফেরানো হয়।
কোরোনা সংক্রমণের জেরে দেশজুড়ে চলছে লকডাউন । ফলে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েন শ্রমিকরা । লকডাউনের তৃতীয় দফায় তাঁদের বাড়ি ফেরাতে ব্যবস্থা করছে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার। ইতিমধ্যে চালু হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। যে ট্টেনে ফিরিয়ে আনা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। আজ দুপুরে চেন্নাই থেকে একটি ট্রেনে সিকিমের 133 জন শ্রমিক নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন । এদের অধিকাংশই চেন্নাই শহরে লকডাউনে আটকে পড়েছিলেন ।