পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এল শ্রমিক স্পেশাল, নিউ জলপাইগুড়ি হয়ে সিকিম ফিরলেন 133 শ্রমিক - কোরোনা

নিউ জলাপাইগুড়ি হয়ে সিকিম ফিরলেন লকডাউনে চেন্নাইয়ে আটকে পড়া 133 জন শ্রমিক। আজ দুপুরে শ্রমিকদের নিয়ে নিউ জলপাইগুডি স্টেশনে পৌঁছায় শ্রমিক স্পেশাল ট্রেনটি। স্টেশনে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

133 migrant workers come from Chennai
শিলিগুড়ি

By

Published : May 14, 2020, 6:58 PM IST

শিলিগুড়ি, 14 মে: চেন্নাই থেকে আসা শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরলেন সিকিমের 133 জন শ্রমিক। আজ দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি । এটিই চেন্নাই থেকে উত্তরবঙ্গে আসা প্রথম শ্রমিক স্পেশাল। ওই ট্রেনে আসা সিকিমের শ্রমিকদের থার্মাল স্ক্রিনিং করা হয় । তারপর তাঁদের সড়কপথে সিকিমে ফেরানো হয়।

কোরোনা সংক্রমণের জেরে দেশজুড়ে চলছে লকডাউন । ফলে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েন শ্রমিকরা । লকডাউনের তৃতীয় দফায় তাঁদের বাড়ি ফেরাতে ব্যবস্থা করছে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার। ইতিমধ্যে চালু হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। যে ট্টেনে ফিরিয়ে আনা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। আজ দুপুরে চেন্নাই থেকে একটি ট্রেনে সিকিমের 133 জন শ্রমিক নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন । এদের অধিকাংশই চেন্নাই শহরে লকডাউনে আটকে পড়েছিলেন ।

আজ নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পর নিয়ম মতো শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে সার্টিফিকেট দেওয়া হয়। এরপর পশ্চিমবঙ্গ ও সিকিম সরকারের যৌথ উদ্যোগে সড়কপথে সিকিমের উদ্দেশে রওনা দেয় তারা ।

এই প্রসঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশনের সুপারিনটেনডেন্ট রাজীব ঝা বলেন, সিকিম সরকারের তরফে রেলের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল। আজ দুপুরে চেন্নাই থেকে আসে স্পেশাল ট্রেনটি । স্টেশনে নামার পর শ্রমিকদের পানীয় জল ও খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সকলেই সুস্থ রয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details