পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mahananda River : মালদায় মহানন্দার জল ব্যবহারের অযোগ্য, দূষিত ঘোষণার দাবি রাজ্য নদী বাঁচাও কমিটির - tuhin subhra mondal

মালদায় অবস্থিত মহানন্দায় ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা ৷ এখনই ব্যবস্থা না নিলে চরম অসুবিধায় পড়বেন মালদার শহরবাসী ৷ তাই মহানন্দাকে বাঁচাতে সরকারকে আবেদন জানাল সবুজ মঞ্চ রাজ্য নদী বাঁচাও কমিটি ৷

malda
malda

By

Published : Aug 19, 2021, 2:21 PM IST

মালদা, 19 অগস্ট : জেলার লাইফ লাইন হিসেবেই বরাবর পরিচিতি পেয়েছে মালদায় অবস্থিত মহানন্দার অংশ । কিন্তু এখনকার মহানন্দা অনেকটা অচেনা ৷ দূষণে জেরবার মহানন্দার জল পান তো দূরের কথা, স্নানেরও অযোগ্য । নদীকে বাঁচাতে অবিলম্বে মালদায় অবস্থিত মহানন্দার অংশকে দূষিত হিসাবে ঘোষণা করে দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছে সবুজ মঞ্চ রাজ্য নদী বাঁচাও কমিটি ।

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও মুখ্যমন্ত্রীকে এই দাবি জানানো হয়েছে বলে জানান কমিটির যুগ্ম আহ্বায়ক তুহিনশুভ্র মণ্ডল । মালদা জেলার দুই পৌরসভার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা । এই নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ । প্রায় দু’দশক আগে মহানন্দায় যে পরিমাণ মাছ পাওয়া যেত, এখন তার দশ শতাংশও পাওয়া যায় না বলে দাবি মৎস্যজীবীদের । এর পিছনে অবশ্য একাধিক কারণও রয়েছে ।

মহানন্দাকে বাঁচাতে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি

ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌর এলাকার সমস্ত বর্জ্য এসে মেশে মহানন্দায় । প্রতিমা বিসর্জন, ছটপুজো, শ্রাদ্ধকর্ম সবই হচ্ছে নদীতে । প্রতিটি ঘাটের ছবি প্রায় একইরকম । প্লাস্টিক, প্রতিমার কাঠামো, রাসায়নিক বর্জ্য নদীতে ভাসছে । দূষণ চাক্ষুষ করতে কোনও বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই । খালি চোখে দেখলেই মহানন্দার দূষণের মাত্রা বুঝতে অসুবিধে হবে না কারও । এই অবস্থায় দুই শহরের লাইফ লাইনকে বাঁচানোর দাবি উঠেছে । সেই দাবি নিয়ে সরব হয়েছে সবুজ মঞ্চ রাজ্য নদী বাঁচাও কমিটি ।

আরও পড়ুন :কেমন আছে মালদার প্রকৃতি ?

কমিটির যুগ্ম আহ্বায়ক তুহিনশুভ্র মণ্ডল ইটিভি ভারতকে বলেন, "কিছুদিন আগে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল পশ্চিমবঙ্গের বেশ কিছু নদীকে দূষিত বলে ঘোষণা করেছে । এই নদীগুলোর জল পান করা দূরের কথা, স্নানেরও অযোগ্য । তার মধ্যে রয়েছে মহানন্দাও । কিন্তু মহানন্দার যে অংশের কথা সেখানে উল্লেখ করা হয়েছে, তা মূলত শিলিগুড়িতে অবস্থিত মহানন্দার অংশ । আমরা সবুজ মঞ্চ নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, মালদার মহানন্দাও দূষিত । মালদার মিশন ঘাটে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, শহরের সমস্ত বর্জ্য কীভাবে মহানন্দায় মিশছে । শহরের সমস্ত নিকাশি নালার মুখ এসে এই নদীতে মিশেছে ।"

মালদায় অবস্থিত মহানন্দাকে বাঁচাতে তৎপর সবুজ মঞ্চ রাজ্য নদী বাঁচাও কমিটি

এদিন তিনি আরও বলেন, "এখানে দাঁড়িয়েই দেখা যাচ্ছে শহরের কী পরিমাণ আবর্জনা ও দূষিত জল মহানন্দায় মিশছে । ফলে মহানন্দার মালদার অংশও ভীষণভাবে দূষিত । আমাদের দাবি, মহানন্দার এই অংশকেও দূষিত হিসাবে অন্তর্ভূক্ত করা হোক । এখানেও দূষণ নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হোক । মহানন্দাকে দূষণমুক্ত না করলে এই নদীকে কেন্দ্র করে যাঁরা জীবিকা নির্বাহ করেন তাঁরা সমস্যায় পড়বেন । মহানন্দা ভাল না থাকলে মালদা শহরও ভাল থাকবে না । আমরা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও মুখ্যমন্ত্রীর কাছে মালদায় অবস্থিত মহানন্দা নদীর অংশকে দূষিত হিসাবে ঘোষণা করার দাবি জানাচ্ছি ।"

আরও পড়ুন :River Erosion : ভাঙন রুখতে চাই বোল্ডার পাইলিং, একান্ত সাক্ষাৎকারে নদী বিশেষজ্ঞ তুহিনশুভ্র মণ্ডল

ABOUT THE AUTHOR

...view details