মালদা, 30 জুন : গ্রামবাসীদের মন থেকে ভূতের আতঙ্ক দূর করতে মালদার বাসুদেবপুর গ্রামে আজ যৌথভাবে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করল ওল্ড মালদা ব্লক এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ।
বিগত 7 মাসে 7টি মৃত্যুর ঘটনা ঘটে আদিবাসী অধ্যুষিত মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে । সম্প্রতি গ্রামেরই এক বাসিন্দা দীনেশ মুর্মু মারা যান । তাঁকে যে বাঁচানো যাবে না সেই ভবিষ্যত বাণী করেছিলেন গ্রামেরই এক ওঝা । দীনেশের স্ত্রী মুন্নি সোরেন জানিয়েছিলেন, মাহান(ওঝা) বলেছিল তাঁর স্বামী বাঁচবে না । শুধু তাই নয় গ্রামের আরও লোক মারা যাবে । আর তাই শুনেই গ্রাম ছাড়ে 17টির মধ্যে 12টি পরিবার ।
আসল ঘটনা খতিয়ে দেখতে চলতি মাসের 22 তারিখ ওই গ্রামে যান ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা । তাঁরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন । তাঁদের সচেতন করার চেষ্টা করেন ৷ কিন্তু তেমন কাজ হয়নি । এখনও গ্রাম ছাড়া 8টি পরিবার । সকালে কাজের জন্য তাঁরা গ্রামে এলেও সন্ধ্যার পর কেউই গ্রামে থাকছেন না ।
আজ হুল দিবস । সেই উপলক্ষ্যে গ্রামে সচেতনতা কর্মসূচির আয়োজন করেছিল ওল্ড মালদা ব্লক এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ । গ্রামে যান পুরাতন মালদার BDO জয়ন্তী খাটুয়া ৷ এই দিনটির তাৎপর্য বোঝানোর সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের মন থেকে ভূতের ভয় দূর করার চেষ্টা করেন BDO । তাঁর বক্তব্য, ভূত বলে কিছু নেই । একশ্রেণীর মানুষ সাধারণ মানুষকে ভূতের ভয় দেখিয়ে নিজেদের একাধিপত্য কায়েম করার চেষ্টা করে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাবুক গ্রাম পঞ্চায়েত প্রধান লক্ষ্মীরাম হাঁসদা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সভাপতি কমলেশ্বর প্রসাদ সিং, সহকারী সভাপতি সুমিত দাস প্রমুখ ৷ ছিলেন ব্লকের স্বাস্থ্যকর্মীরাও ৷ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে একটি নাট্যাভিনয়ের মাধ্যমে গ্রামবাসীদের সচেতন করার চেষ্টা করা হয় ।