মালদা, 25 মে : 12 নম্বর জাতীয় সড়কে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত কালিয়াচক ৷ রাস্তায় মৃতদেহ রেখে জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয়রা (Agitation in NH 12 Due to Road Accident in Kaliachak) ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, তাঁদের দেহ তুলতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের তরফে অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করা হয় ৷ সেখানে জাতীয় সড়কে নিরাপত্তা নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফে ৷ প্রায় ঘণ্টা দেড়েক পর অবরোধ তুলে নেওয়া হয় ৷ দীর্ঘ সময় অবরুদ্ধ হয়ে থাকায় জাতীয় সড়কে শুরু হয়ে যায় তীব্র যানজট ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাইফুদ্দিন শেখ ৷ বয়স 25 বছর ৷ বাড়ি কালিয়াচকের নয়াবস্তি গ্রামে ৷ সকালে কাজে যাচ্ছিলেন তিনি ৷ উত্তর দারিয়াপুর বাসস্ট্যান্ডে 12 নম্বর জাতীয় সড়ক পার করার সময় কালিয়াচকের দিকে যাওয়া একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা মারে ৷ সংঘর্ষের অভিঘাতে অনেকটা দূরে ছিটকে পড়েন সাইফুদ্দিন ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ অভিযোগ, পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি ফেলে পালিয়ে যান চালক ৷ এরপরেই স্থানীয়রা জাতীয় সড়কে পুলিশি নিরাপত্তার দাবিতে সাইফুদ্দিনের দেহ নিয়ে অবরোধ শুরু করে ৷