কলকাতা, 15 জুন : কলকাতায় হতে চলেছে জাইডাস ক্যাডিলার (Zydus Cadila) কোভিড টিকা (COVID-19 vaccine) 'জাইকোভ-ডি'-র (ZyCoV-D) ট্রায়াল ৷ 12-18 বছর বয়সীদের উপর এই টিকার ট্রায়াল হবে ৷ পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালে হবে ট্রায়াল ৷
ট্রায়ালের আগে হাসপাতালের তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ এখন চলছে স্বেচ্ছাসেবকের খোঁজ ৷ স্বেচ্ছাসেবক পাওয়া গেলে খুব শিগগিরই এই ট্রায়াল শুরু হয়ে যাবে ৷ কলকাতায় 100 জনের উপর এই কোভিড টিকার ট্রায়াল চালানো হবে ৷ তবে শুধু কলকাতাই নয়, দেশের বিভিন্ন অংশে হবে 'জাইকোভ-ডি'-র ট্রায়াল ৷ দেশের মোট দেড় হাজার স্বেচ্ছাসেবক শিশুর উপর আমেদাবাদে তৈরি এই টিকা প্রয়োগ করা হবে ৷ অভিভাবকদের অনুমতি নিয়ে শিশুদের ট্রায়ালে অংশগ্রহণ করানো হবে ৷
আরও পড়ুন:কোভ্য়াকসিনের ট্রায়ালের জন্য মঙ্গলেই শুরু 6-12 বছরের স্বেচ্ছাসেবক নিয়োগ
বিশেষ সূত্রে জানা গিয়েছে, এই টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই-এর অনুমতি চাইবে টিকা প্রস্তুতকারক সংস্থা ৷ এই অনুমোদন পাওয়া গেলে এটিই হবে প্রথম কোভিড টিকা, যা দেশে 12-18 বছর বয়সীদের উপর প্রয়োগ করা হবে ৷ এই টিকার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে দাবি করেছে টিকা প্রস্তুতকারক সংস্থা ৷ আর এই টিকায় সূচ ফোটানোর কোনও প্রয়োজন পড়ে না বলে জানা গিয়েছে ৷