পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বেলেঘাটায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, কাঠগড়ায় তৃণমূল - হিংসা

বিধানসভা ভোটের ফল ঘোষণার পরই রাজনৈতিক হিংসা ৷ তরুণ বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ৷ কাঠগড়ায় শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ কলকাতার বেলেঘাটার ঘটনা ৷

Trinamool is accused of beating BJP activist Abhijit Sarkar in ward 30 of Beleghata in Kolkata.
তরুণ বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, কাঠগড়ায় তৃণমূল

By

Published : May 3, 2021, 12:32 PM IST

কলকাতা, 3 মে : ভোট পরবর্তী হিংসার বলি হতে হল বিজেপি কর্মীকে ৷ কলকাতার বেলেঘাটায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ নিহত ওই যুবকের নাম অভিজিৎ সরকার ৷

বিজেপি সূত্রে খবর, অভিজিৎ সরকার কলকাতা পৌরনিগমের 30 নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ কর্মী ছিলেন ৷ অভিযোগ, রবিবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই বেলেঘাটার তৃণমূল প্রার্থী পরেশ পালের ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরার অভিজিৎকে বেধড়ক মারধর করেন ৷

হামলার পর অভিজিতের পরিবারের সদস্যরা তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যান ৷ চিকিৎসকরা সেখানে তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন ৷

সোমবার অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার বলেন, ‘‘কাল রাতে তৃণমূলের জয়লাভের পরই এলাকার বিধায়ক পরেশ পালের নির্দেশ আমার ভাইকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় ৷ পরেশ পালের অনুগতরাই এই কাণ্ড ঘটিয়েছেন ৷’’

আরও পড়ুন :আমডাঙায় ভোট-পরবর্তী হিংসার বলি তৃণমূল কর্মী

হাসপাতাল সূত্রে খবর, সোমবারই অভিজিতের দেহের ময়নাতদন্ত করা হবে ৷ তারপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ ঘটনায় দোষীদের কঠোর শান্তির দাবি করেছেন নিহত যুবকের পরিবারের সদস্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details