কলকাতা, 2 অক্টোবর: SSK, MSK শিক্ষক-শিক্ষিকারা ডাইয়িং ক্যাডার হয়ে যাবে । প্রাথমিক শিক্ষকদের নিয়োগের নিয়মের বাইরে আলাদা কোনও সুযোগ-সুবিধা দেওয়া হবে না । জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি তিনি জানান, কিছুদিন আগে সল্টলেকের ওকাকুরা ভবনে SSK, MSK শিক্ষক-শিক্ষিকাদের যে বেতন বৃদ্ধির কথা তিনি ঘোষণা করেছিলেন তাতে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছেন ও অর্থ দপ্তর তা লিখিতভাবে জানিয়ে দিয়েছে । কিছুদিনের মধ্যেই এই বিষয়ে সরকারি নির্দেশিকা জারি করে দেওয়া হবে বলে জানাচ্ছেন শিক্ষামন্ত্রী ।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "SSK, MSK শিক্ষক-শিক্ষিকাদের পার্শ্ব শিক্ষকদের সঙ্গে সমতুল করার জন্য বেতন বৃদ্ধি-সহ নানা রকম সুযোগ-সুবিধা আমরা ঘোষণা করেছিলাম । সেটার অনুমোদন মুখ্যমন্ত্রীর তরফ থেকে অর্থ দপ্তর লিখিতভাবে জানিয়েছে । আমরা SSK, MSK-দের ইতিমধ্যেই বলেছিলাম আপনারা কোন অপশনে যাবেন, একটা 65 বছর আছে, একটা 60 বছর আছে । যে যে অপশনে যাবেন লিখিতভাবে দিলে তা করে দেওয়া হবে ।" তবে, বেতন বৃদ্ধি হলেও নিয়মের বাইরে গিয়ে তাদের আর কোনও সুযোগ-সুবিধা দেওয়া হবে না বলেও আজ স্পষ্ট জানিয়ে দেন শিক্ষামন্ত্রী ।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, "যা নিয়ম, প্রাইমারি শিক্ষক হতে গেলে যে যোগ্যতা লাগে, যে নিয়মে প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হয়, তার বাইরে গিয়ে নতুন করে সুযোগ-সুবিধা যুক্ত করতে পারব না । তারা যা পাচ্ছেন পাবেন, আমরা কিছু বলব না । তারা ডাইয়িং ক্যাডার হয়ে যাবে ।" গত 29 জুলাই সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, SSK শিক্ষক যাদের বেতন আগে 5 হাজার 954 টাকা ছিল তাদের বেতন বাড়িয়ে 10 হাজার টাকা করা হবে । SSK সম্প্রসারকদের বেতন বাড়িয়ে 10 হাজার 340 টাকা হবে । MSK শিক্ষকদের বেতন 8 হাজার 930 টাকা থেকে বাড়িয়ে 13 হাজার ও MSK সম্প্রসারকদের বেতন বাড়িয়ে 14 হাজার টাকা করার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী । পাশাপাশি, বোনাস-PF-এর সুবিধা দেওয়া হয় ও সকলকে শিক্ষা দপ্তরের আওতায় আনা হয় ।