পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Cattle Smuggling Case গরুপাচার কাণ্ডে এবার কি অনুব্রতকে হেফাজতে নেবে ইডি - এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) সিবিআই গ্রেফতার করেছে অনুব্রত মণ্ডলকে ৷ আগামিকাল তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে ৷ এবার তাঁকে হেফাজতে নিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷

will Enforcement Directorate Appeal to take Custody of Anubrata Mondal
Cattle Smuggling Case গরু পাচার কাণ্ডে এবার কি অনুব্রতকে হেফাজতে নেবে ইডি ?

By

Published : Aug 23, 2022, 8:07 PM IST

Updated : Aug 23, 2022, 9:01 PM IST

কলকাতা, 23 অগস্ট : গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ আগামিকাল, বুধবার তাঁর সিবিআই (CBI) হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে ৷ এবার কি তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)? সূত্রের খবর, খুব শিগগিরই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে নামবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা ।

অনুব্রতকে নিজাম প্যালেসে রেখেছে সিবিআই ৷ আগামিকাল এখান থেকেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে নিয়ে যাবেন গোয়েন্দারা ৷ সেই কারণে আজ, মঙ্গলবার বিকেলেই অনুব্রতর শারীরিক পরীক্ষা করিয়ে রেখেছে সিবিআই ৷ যেহেতু গরু পাচার কাণ্ডে দু’দফায় অনুব্রতর সিবিআই হেফাজতের মেয়াদ 14 দিন শেষ হচ্ছে আগামিকাল, তাই তাঁকে এই মামলায় নতুন করে হেফাজতে চাইতে পারবেন না গোয়েন্দারা ৷

সূত্রের খবর, তাঁকে হেফাজতে নিতে আবেদন করতে পারে ইডি ৷ কারণ, অনুব্রতকে গ্রেফতারের পর একাধিক জায়গায় তল্লাশি করেছে সিবিআই ৷ অনুব্রতর আত্মীয়দের নামে থাকা প্রায় 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে সিবিআই ৷ এছাড়া সম্পত্তি সংক্রান্ত আরও অনেক বেনিয়মের হদিশ পেয়েছেন গোয়েন্দারা ৷ অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল-সহ তাঁর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির আয় বহির্ভূত বিভিন্ন সম্পত্তির হিসেব পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা । তাছাড়াও এমন কিছু কিছু সম্পত্তিও পাওয়া গিয়েছে যেগুলির সঠিক মালিকানা এখনও পর্যন্ত সামনে আসেনি । সেই সূত্র ধরেই আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তে নামতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

গোয়েন্দাদের সূত্র থেকে জানা গিয়েছে, গরু পাচার কাণ্ডে অনুব্রতই কিং পিন ৷ এখনও পর্যন্ত তদন্তে সেই তথ্য উঠে এসেছে ৷ তাই তাঁকে জেরা করলে আরও অনেক তথ্য উঠে আসবে ইডির ৷ সেক্ষেত্রে এই মামলায় আর্থিক দুর্নীতির বিষয়টি আরও স্পষ্ট হবে ৷ সেই কারণেই অনুব্রতকে হেফাজতে নিতে পারে ইডি ৷

আরও পড়ুন :প্রায় 6 ঘন্টা তল্লাশির পর সিবিআই কর্তাদের হাতে অনুব্রত কন্যার নামে থাকা জমির নথি

Last Updated : Aug 23, 2022, 9:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details