কলকাতা, 11 অগস্ট : যাঁর দাপটে কার্যত বাঘে-গরুতে একঘাটে জল খেত, সেই অনুব্রত মণ্ডল গ্রেফতার (Anubrata Mondal Arrested) হতেই সম্পূর্ণ অন্য ছবি ধরা পড়ল বীরভূমে ৷ যাঁরা এতদিন তাঁর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেতেন, সেই বীরভূমবাসীর কেউ উচ্ছ্বসিত, আবারও কেউ ধন্যবাদ জানালেন সিবিআইকে (CBI) ৷ অনেকে তো আবার বিক্ষোভও দেখালেন অনুব্রতকে নিয়ে যাওয়ার সময় ৷
এটা যদি বীরভূমের খণ্ডচিত্র হয়, তাহলে গোটা বাংলায় এদিন ধরা পড়েছে বিরোধীদের উচ্ছ্বাসের ছবি ৷ কোথাও বিলি হয়েছে গুড়-বাতাসা৷ আবার কোথাও ’চড়াম-চড়াম’ করে ঢাক বাজিয়ে উৎসব পালন করেছে বিরোধী সিপিএম-বিজেপি (CPIM-BJP) ৷
বৃহস্পতিবারে সিবিআই বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে নিয়ে যায় ৷ তার পর বিকেলের দিকে তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করে ৷ যদিও তার অনেক আগেই বিরোধী সিপিএম ও বিজেপি কোর্ট চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিল ৷ অনুব্রতকে সিবিআই পৌঁছতেই অনেকে জুতো দেখান, আবার কেউ গরু চোর বলে কটাক্ষও ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের এই হেভিওয়েট নেতার দিকে ৷
যা দেখে বিস্মিত বঙ্গ রাজনীতির ওয়াকিবহাল মহল ৷ রাজনৈতিক মহল এই ঘটনাকে নজিরবিহীন বলেই ব্যাখ্যা করছে ৷ তাঁদের মতে, 2014 সালের পর থেকে বাংলায় তৃণমূলের (Trinamool Congress) হেভিওয়েট রাজনৈতিক নেতাদের গ্রেফতারির পর্ব শুরু হয় ৷ সেই পর্বে কখনও ঘাসফুল শিবির থেকে সিবিআইয়ের বিরুদ্ধে বিক্ষোভ হয় ৷ আবার কখনও যিনি গ্রেফতার হয়েছেন, তাঁর অনুগামীরা আদালত চত্বরে গিয়ে ‘দাদার’ পাশে থাকার বার্তা দেন ৷