পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

যোগী-রাজ্যে 10 শতাংশ ব্রাহ্মণ ভোট, অঙ্ক কষেই কি জিতিনকে দলে নিল বিজেপি ? - Uttar Pradesh

উত্তর প্রদেশে 2022 সালে বিধানসভা নির্বাচন ৷ তার পর 2024 লোকসভা নির্বাচন ৷ ওই রাজ্যে লোকসভায় 70-এর বেশি আসন ৷ অথচ ব্রাহ্মণদের একটা বড় অংশ বিজেপির উপর না-খুশ ৷ সেই পরিস্থিতি বদল করতেই কি জিতিন প্রসাদকে দলে নিল বিজেপি ?

যোগী-রাজ্যে 10 শতাংশ ব্রাহ্মণ ভোট, অঙ্ক কষেই কি জিতিনকে দলে নিল বিজেপি ?
যোগী-রাজ্যে 10 শতাংশ ব্রাহ্মণ ভোট, অঙ্ক কষেই কি জিতিনকে দলে নিল বিজেপি ?

By

Published : Jun 9, 2021, 6:40 PM IST

Updated : Jun 9, 2021, 8:23 PM IST

নয়াদিল্লি, 9 জুন : কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন জিতিন প্রসাদ ৷ আর তাঁকে দলে নিয়ে কার্যত এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করল গেরুয়া শিবির ৷ একদিকে রাহুল ঘনিষ্ঠ আরও একজন নেতাকে টেনে নেওয়া গেল নিজেদের দিকে ৷ অন্যদিকে উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ একজন ব্রাহ্মণ নেতাকে গেরুয়া শিবিরের দিকে আনা গেল ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে বিজেপির আসল লক্ষ্য নরেন্দ্র মোদির জয়ের ধারা অক্ষুণ্ণ রাখা ৷ আর সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাতে জিতিন প্রসাদকে দলে নেওয়া হল ৷ যাতে 2024 সালে উত্তর প্রদেশে ভালো ফল করা যায় ৷

জাতীয় রাজনীতির হালহকিকৎ নিয়ে যাঁরা খবর রাখেন, তাঁদের বক্তব্য হল যে উত্তর প্রদেশ যার, দিল্লি তার - জাতীয় রাজনীতিতে এটা একটা মিথ ৷ উত্তর প্রদেশে ক্ষমতায় থাকলে দিল্লি জয় সহজ হয় ৷ ভারতীয় রাজনীতিতে এটাই বারবার দেখা গিয়েছে ৷ তাই 2022 সালে উত্তর প্রদেশ বিধানসভায় বিজেপির জয় প্রয়োজন ৷

আরও পড়ুন :উত্তর প্রদেশের ব্রাহ্মণ নেতা জিতিন প্রসাদ বিজেপিতে, ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে

কিন্তু সেক্ষেত্রে সমস্য়া হয়ে দাঁড়াচ্ছে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাবমূর্তি ৷ কোভিড থেকে আইনশৃঙ্খলা, নানা বিষয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন বিজেপির এই নেতা ৷ তার উপর তিনি ঠাকুর সম্প্রদায়ের ৷ ফলে উচ্চবর্ণের লোকেরা, বিশেষ করে উত্তর প্রদেশে ব্রাহ্মণ সম্প্রদায় কিছুটা হলেও যোগীর উপর ক্ষুব্ধ ৷

তাছাড়া বিকাশ দুবেও ব্রাহ্মণ সম্প্রদায়ের ছিলেন ৷ যাঁকে এনকাউন্টারে মারা হয় ৷ তিনি আদতে গ্যাংস্টার হলেও হিন্দি বলয়ে জাতপাতের বিষয়টি এতটাই চড়ামাত্রার যে এই ঘটনাও বিজেপির মাথাব্যাথার কারণ হয়ে উঠছিল ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই কারণেই জিতিন প্রসাদকে বিজেপিতে নেওয়া হল ৷ কারণ, তিনি প্রভাবশালী নেতা ৷ তাঁর পরিবার তিন প্রজন্ম ধরে রাজনীতিতে রয়েছে ৷ তাই উত্তর প্রদেশের 10 শতাংশ ব্রাহ্মণ ভোটকে নিজেদের দিকে টানতে জিতিনের উপর ভরসা করল বিজেপি ৷

আরও পড়ুন :40 জন বিজেপি কর্মীকে খুনের কথা প্রধানমন্ত্রীকে জানালেন শুভেন্দু

একই সঙ্গে এটাও উল্লেখ করা প্রয়োজন যে ইউপিএ আমলে কেন্দ্রের মন্ত্রী থাকা জিতিন রাহুলের খুব ঘনিষ্ঠ ছিলেন ৷ এর আগে রাহুল ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে কংগ্রেসের থেকে কেড়ে নিয়েছে বিজেপি ৷ এবার জিতিন প্রসাদ ৷ রাজনীতির ময়দানে দলে যাঁদের উপর ভরসা করেন রাহুল, তাঁরা দূরে সরে গেলে 2024 সালের ভোটের আগে রণকৌশল সাজাতে সমস্যায় পড়বেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে আরও দুর্বল করার চেষ্টা করবে বিজেপি ৷ কারণ, রাহুল ঘনিষ্ঠ আরও এক কংগ্রেস নেতা শচীন পাইলট আবার বেসুরো হতে শুরু করেছেন ৷ তিনি আগেই একবার বিদ্রোহ করেছেন ৷ এবার হয়তো তাঁকে দলে নেওয়ার ব্যাপারে টার্গেট করবে বিজেপি ৷

আরও পড়ুন :শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে বারবার তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করেছে বিজেপি ৷ তৃণমূল ছেড়ে একাধিক নেতা-নেত্রী বিজেপিতে যোগদান করেছেন ৷ কিন্তু তাতে লাভ কিছু হয়নি ৷ উল্টে দলবদলুরা অধিকাংশই ভোটে হেরেছেন ৷ আর বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জাতীয় রাজনীতিতেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো, এই প্রশ্নই তুলছেন কেউ কেউ ৷

Last Updated : Jun 9, 2021, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details