পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

PTI-কে সাক্ষাৎকার ; রাজ্যপালের কথায় তোষণের রাজনীতি, মমতা স্তুতিও

বিদায়বেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর মন্তব্য ঘিরে কয়েকটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয় তা অহেতুক বিতর্ক তৈরি করতেই করা হয়েছে বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । তিনি বলেন, সংবাদমাধ্যম পুরোটা বলেনি । অহেতুক বিতর্ক তৈরির জন্য একটা অংশ বলেছে ।

কেশরীনাথ ত্রিপাঠী

By

Published : Jul 27, 2019, 11:30 PM IST

Updated : Jul 27, 2019, 11:47 PM IST

কলকাতা, 27 জুলাই : বিদায়বেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর মন্তব্য ঘিরে কয়েকটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয় তা অহেতুক বিতর্ক তৈরি করতেই করা হয়েছে বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । তিনি বলেন, "সংবাদমাধ্যম পুরোটা বলেনি । অহেতুক বিতর্ক তৈরির জন্য একটা অংশ বলেছে । আমি তাঁর প্রশংসাও করেছি । আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নতি করছেন । তাঁর সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা আছে । সেই অংশটা রিপোর্ট করা হয়নি । এর মধ্যে কোনও বিতর্ক নেই ।"

আজ বিকেলে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয় যে রাজ্যপাল কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । খবরে বলা হয়, রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে রাজ্যপালের অভিযোগ, মুখ্যমন্ত্রীর তোষণ রাজনীতির কারণেই বাংলার সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হচ্ছে । PTI-র খবর অনুযায়ী, রাজ্যপাল বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ রাজনীতি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিপরীতদিকে প্রভাবিত করছে । মুখ্যমন্ত্রী তাঁর নেওয়া সিদ্ধান্তগুলি বাস্তবায়নের প্রত্যক্ষ শক্তি ও ক্ষমতা রাখেন । তবে তাঁর অনুভূতি এবং অনুশীলন সংযমের উপর নজর রাখা দরকার । মুখ্যমন্ত্রীর উচিত প্রত্যেক নাগরিকের প্রতি বৈষম্য ছাড়া সমান আচরণ করা ।" তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা রাখেন । তবে তাঁরও সংযম করা উচিত । বিভিন্ন সময়ে তিনি সংবেদনশীল হয়ে ওঠেন, তাই তাঁকে এ বিষয়ে সংযমী হতে হবে ।"

খবর প্রকাশ পেতেই রাজনৈতিক তরজা শুরু হয় । আক্রমণ পালটা আক্রমণে নামে তৃণমূল ও BJP। বিতর্ক শুরু হওয়ার পর রাজ্যপাল পরে দাবি করেন, তাঁর বক্তব্যের পুরোটা প্রকাশ হয়নি । সংবাদমাধ্যমকে তিনি বলেন, "তিনি এমন এক মহিলা, যিনি উন্নতি করছেন । অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করবেন না । বাংলার প্রতি আমার বার্তা হল, শান্তিতে থাকার, আইন শৃঙ্খলা বজায় রাখার । যাতে বাংলা শিল্প, বাণিজ্য ও সব দিক থেকে সমৃদ্ধ হয় ।" বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে তিনি বলেন, "আমি ইতিমধ্যেই রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়ে আবেদন জানিয়েছি । আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে মুখ্যমন্ত্রী কাজ করছেন ।"

Last Updated : Jul 27, 2019, 11:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details