পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতায় স্বাস্থ্য পরীক্ষা করবেন কোরোনা জয়ীরা, পাবেন সাম্মানিক ভাতা - COVID-19 PANDEMIC

কোরোনামুক্তদের দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম । তাই গণ স্বাস্থ্য পরীক্ষায় তাঁদের কাজে লাগাতে চায় কলকাতা পৌরনিগম ।

KMC

By

Published : Jul 30, 2020, 12:45 AM IST

কলকাতা, 29 জুলাই : কলকাতা পৌরনিগম এলাকায় গণ স্বাস্থ্য পরীক্ষা করবেন কোরোনা জয়ীরা । বাড়ি বাড়ি গিয়ে থার্মাল গান ও অক্সিমিটার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন তাঁরা । কোরোনা জয়ীদের কাজে লাগানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য সরকার । এবার সেই সিদ্ধান্ত কার্যকর করতে ব্যবস্থা গ্রহণ করল কলকাতা পৌরনিগম ।

যাঁরা কোরোনায় আক্রান্ত হয়ে ডিপ্রেশনে ভুগছেন তাঁদের মনোবল ফেরাতে কাজে লাগানো হবে কোরোনা জয়ীদের। ICMR-এর গাইডলাইন ও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কলকাতা পৌরনিগম এবার গণ স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে । আর সেকাজেই ব্যবহার করা হবে কোরোনা জয়ীদের ।

কলকাতার 16টি বোরোর ওয়ার্ড কোঅর্ডিনেটরদের সাহায্যে কোরোনা জয়ীদের নামের তালিকা তৈরি করা হচ্ছে । এই বিষয়ে কলকাতা পৌর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, "বিশিষ্ট মানুষ এবং প্রবীণ নাগরিক যাঁরা কোরোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তাঁরা প্রচার করবেন যাতে অন্যরা মনোবল ফিরে পায় । হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করবেন ওনারা । কলকাতা 16টি বোরোতে 16টি কোরোনা নির্ধারক সেন্টার তৈরি করছে কলকাতা পৌরনিগম । এই সেন্টারগুলোতেও কোরোনা জয়ীদের নিয়োগ করা হবে । এমনকী সরকারি হাসপাতালগুলোতেও কোরোনা জয়ীদের নিয়োগ করা হবে । সোয়াব টেস্ট থেকে স্বাস্থ্য পরীক্ষার করবেন তাঁরা । "

অতীনবাবু আরও বলেন, "কোরোনা সংক্রমণের জেরে অনেকে তাঁদের জীবিকা হারিয়েছেন । যাঁরা কোরোনাকে জয় করে ফিরে এসেছেন তাঁদের নিয়ে একটি টিম তৈরি করা হচ্ছে । তাঁরা কোরোনার সংক্রমণ প্রতিরোধে কাজ করবেন । সরকার থেকে তাঁদের সাম্মানিক ভাতা দেওয়া হবে। যাঁরা কোরোনামুক্ত হয়েছেন তাঁদের এই মুহূর্তে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম । তাই কোরোনা সংক্রমণ ঠেকাতে নির্ভয়ে কাজ করতে পারবেন কোরোনা জয়ীরা । "

ABOUT THE AUTHOR

...view details