কোরোনায় আক্রান্ত কলকাতার আরও এক থানার OC
লাইভ আপডেট : কলকাতায় বাড়ছে কনটেইনমেন্ট জ়োন - coronavirus
18:12 May 06
কলকাতা, 6 মে : লকডাউন আজ 43 দিনে পড়ল । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । রাজ্যে কোরোনায় মৃত 72,গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে 112 জন । রাজ্যে মোট আক্রান্ত এক হাজার 456 জন৷ নবান্নে এই তথ্য জানান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ তবে প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?
18:11 May 06
- কোরোনা মোকাবিলায় দার্জিলিঙে বৈঠক ।
18:10 May 06
- আলিপুরদুয়ারে বাংলাদেশি নাগরিককে কোয়ারানটিনে পাঠাল জেলা পুলিশ ৷
18:10 May 06
- কলকাতায় ভুয়ো কোরোনা পরীক্ষাকেন্দ্র সিল করা হল ৷
18:10 May 06
- ভুটানের পাশাখা শিল্পাঞ্চলের জুস ফ্যাক্টরি থেকে হেঁটে অসমে যাওয়ার সময় কালচিনিতে আটক 20 পরিযায়ী শ্রমিক।
18:09 May 06
- দিঘায় বাংলা-ওড়িশা সীমান্তে আটকে 23 পরিযায়ী শ্রমিক ৷
18:08 May 06
- কুপন থাকলেও রেশন দেওয়া হচ্ছে না । এই অভিযোগে রায়গঞ্জে BDO অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার BJP কর্মীরা ।
18:07 May 06
- PM কেয়ার্স ফান্ড নিয়ে কেলেঙ্কারির অভিযোগ তুললেন ডেরেক ও'ব্রায়েন । সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের বর্তমান অবস্থা এবং কোরোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার।
18:07 May 06
- কেন্দ্রের নির্দেশিকা মানার কথা উল্লেখ করে মুখ্যসচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা ৷
18:00 May 06
- অবিলম্বে রাজ্যজুড়ে মদের দোকান বন্ধের দাবিতে শিলিগুড়ি থানায় বিক্ষোভ SUCI-এর ৷
18:00 May 06
- কোরোনা ভাইরাস বহন করেছে । এই অভিযোগে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় অ্যাম্বুলেন্স চালক ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷
17:59 May 06
- ইসলামপুরে জাতীয় সড়কে বাইপাসের কাজ শুরু করল ঠিকাদারি সংস্থা ।
17:00 May 06
- বারণসীতে আটকে পড়া সিঙ্গুরের 17 জন প্রবীণকে ঘরে ফেরানোর আবেদন ।
11:22 May 06
- কোরোনা আক্রান্তের হদিস মিলল দক্ষিণ 24 পরগনার পারুলিয়া কোষ্টাল থানা এলাকায় ।
11:22 May 06
- নদিয়া থেকে ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে 40 জন শ্রমিক ৷ প্রত্যেকেই মহারাষ্ট্রের পুনের হোটেলে কাজ কাজ করেন ৷
11:21 May 06
- নদিয়ায় আটকে থাকা শ্রমিকদের বাড়ি পৌঁছানোর উদ্যোগ নিল জেলা শাসক ৷
11:21 May 06
- কোচবিহারে মাস্ক না পরে বাড়ির বাইরে বেরনোয়, কান ধরে ওঠবোস করাল পুলিশ ৷
11:20 May 06
- দীঘা থেকে রেললাইন ধরে বীরভূম যাওয়ার পথে কাঁথিতে রেল পুলিশের হাতে নয় জন নির্মাণ শ্রমিক ৷
10:08 May 06
- কলকাতায় দিন দিন বাড়ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা ৷ বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে 334 ৷