কলকাতা, 11 জুন: রাজ্যে ফের বাড়তে শুরু করেছে দৈনিক করোনা সংক্রমণ ৷ শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 107 জন ৷ সংক্রমণের হার একধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে 1.39 শতাংশ ৷
প্রায় তিন মাস পর রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা 100 পেরল (West Bengal reports over a hundred new Covid cases after 3 months) ৷ যদিও নতুন করে কোনও করোনা আক্রান্তের মৃত্যুর খবর নেই ৷ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 লক্ষ 20 হাজার 34 ৷