পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Corona Update in Bengal : বাড়ছে করোনা, তিন মাস পর রাজ্যে আক্রান্তের সংখ্যা পেরল 100 - তিন মাস পর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরল 100

দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ রাজ্যেও প্রায় তিন মাস পর, শুক্রবার 100-এর গণ্ডি পার করেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (West Bengal reports over a hundred new Covid Cases after 3 months) ৷

wb corona news
রাজ্যে ফের বাড়ল করোনা

By

Published : Jun 11, 2022, 7:03 AM IST

কলকাতা, 11 জুন: রাজ্যে ফের বাড়তে শুরু করেছে দৈনিক করোনা সংক্রমণ ৷ শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 107 জন ৷ সংক্রমণের হার একধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে 1.39 শতাংশ ৷

প্রায় তিন মাস পর রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা 100 পেরল (West Bengal reports over a hundred new Covid cases after 3 months) ৷ যদিও নতুন করে কোনও করোনা আক্রান্তের মৃত্যুর খবর নেই ৷ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 লক্ষ 20 হাজার 34 ৷

আরও পড়ুন : চিন্তা বাড়াচ্ছে করোনা, দেশে আরও বাড়ল সংক্রমণ-মৃত্যু

রজ্যে করোনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন 21 হাজার 205 জন ৷ সুস্থ হয়ে উঠেছেন 19 লক্ষ 98 হাজার 254 জন ৷ গত 24 ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে 7 হাজার 689 জনের ৷ রাজ্যে করোনা টিকা পেয়েছেন আরও 35 হাজার 662 জন ৷ মোট প্রথম ডোজ প্রাপকের সংখ্যা 7 কোটি 25 লক্ষ 14 হাজার 349 ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 6 কোটি 29 লক্ষ 27 হাজার 362 জন ৷ বুস্টার ডোজ পেয়েছেন 30 লক্ষ 79 হাজার 171 ৷

ABOUT THE AUTHOR

...view details