কলকাতা, 19 অগস্ট : রাজ্যের দৈনিক সংক্রমণ বেড়ে সাতশোর ঘরে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 731 জন ৷ বাড়ল মৃত্যুর সংখ্যাও ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 7 জনের ৷
সপ্তাহের শুরুতে রাজ্যে করোনা সংক্রমণ পাঁচশোর ঘরে নেমে এলেও গত দু'দিনে তা ফের ঊর্ধ্বমুখী ৷ গতকাল ছিল 660 ৷ আজ সাতশোর ঘরে পৌঁছে গেল ৷ সব মিলিয়ে রাজ্যে এখনও অবধি করোনা আক্রান্ত 15 লাখ 40 হাজার 989 ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 781 জন ৷ সবমিলিয়ে সেরে উঠেছেন 15 লাখ 12 হাজার 999 জন ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 9 হাজার 653 ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 337 জনের ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে 44 হাজার 115 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ রাজ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 65 লাখ 39 হাজার 192 ৷ আজ 1 লাখ 95 হাজার 989 জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে 77 হাজার 380 জনকে ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 2 কোটি 55 লাখ 95 হাজার 432 জনকে প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় পেয়েছেন 96 লাখ 9 হাজার 175 জন ৷