পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : শপথ সাতেই - মমতা বন্দ্যোপাধ্যায়

দেবীপক্ষেই বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় শপথবাক্য পাঠ করাবেন ভবানীপুরের নবনির্বাচিত বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ 7 তারিখ বৃহস্পতিবার দুপুর 2টো বিধানসভায় শপথ নেমেন তৃণমূল সুপ্রিমো ৷

Mamata Banerjee
দেবীপক্ষেই মমতার শপথ

By

Published : Oct 5, 2021, 4:59 PM IST

Updated : Oct 5, 2021, 7:01 PM IST

কলকাতা, 5 অক্টোবর : যেমনটা চেয়েছিলেন, তেমনটাই হতে চলেছে ৷ দেবীপক্ষেই বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় শপথবাক্য পাঠ করাবেন ভবানীপুরের নবনির্বাচিত বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ 7 তারিখ বৃহস্পতিবার 2টোর সময় বিধানসভায় শপথ নেবেন তৃণমূল সুপ্রিমো ৷ মঙ্গলবার বিকেলে টুইট করে এমনই জানান রাজ্যপাল ৷ মমতার পাশাপাশি বৃহস্পতিবার জঙ্গিপুর ও সামশেরগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকির হোসেন ও আমিরুল ইসলামও শপথ নেবেন ৷

রাজ্যের তিন কেন্দ্রের নির্বাচনের ফল বেরিয়েছে রবিবার। ফল প্রকাশের পর শপথ নেওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছিল ৷ কবে বিধায়ক হিসাবে শপথ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ? তবে মঙ্গলবার বিকেলেই সংশয় কাটান রাজ্যপাল ৷ বৃহস্পতিবারই শপথ নিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন রাজ্যপাল তাতেই সম্মতি দেন ৷ মহালয়ার পরের দিন অর্থাৎ 7 অক্টোবর মমতাকে শপথবাক্য পাঠ করাবেন জগদীপ ধনকড় ৷ টুইটে প্রথমে সকাল 11টা 45 মিনিটে মমতা-সহ নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর কথা বলা হলেও পরে সময় পরিবর্তন করা হয়৷ ৷ সকালে নয়, মমতা-সহ বাকি দুই তৃণমূল বিধায়ককে রাজ্যপাল শপথ পাঠ করাবেন দুপুর 2টোর সময় ৷

মমতার শপথ কোথায় হবে, রাজভবন না বিধানসভা তা নিয়েও দেখা দিয়েছিল জটিলতা ৷ রাজভবনে মমতার শপথের অনুষ্ঠান হলে সেখানে উপস্থিত নাও থাকতে পারেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু রাজ্যপালের টুইটে সেই জল্পনার অবসান হয়। বিধানসভাতে মমতা-সহ অন্য দুই বিধায়ককেও শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল ৷

আরও পড়ুন : দেবীপক্ষে শপথ নিতে চান মমতা, বিজ্ঞপ্তি দেখে সিদ্ধান্ত জানাবেন রাজ্যপাল

সাধারণত জয়ী বিধায়কদের শপথবাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ। সে ক্ষেত্রে বিধানসভাকে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজভবন থেকে অনুমতি নিতে হয় । অর্থাৎ স্পিকারকে ক্ষমতা হস্তান্তর করেন রাজ্যপাল। রাজ্যপাল চাইলে নিজেও শপথ গ্রহণ করাতে পারেন উপনির্বাচনে জয়ী বিধায়ককে।

Last Updated : Oct 5, 2021, 7:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details