কলকাতা/নয়াদিল্লি, 4 মার্চ : রাজ্যের প্রথম দু দফার ভোটের প্রার্থী তালিকা আজই চূড়ান্ত করার কথা বিজেপির । বৃহস্পতিবার নয়াদিল্লিতে বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব এই বৈঠকে যোগ দেবেন বলে খবর । বৈঠকে অংশ নিতে গতকাল রাতেই চার্টার্ড বিমানে চড়ে নয়াদিল্লি উড়ে গিয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। প্রথমে যাওয়ার কথা না-থাকলেও অমিত শাহের আমন্ত্রণে রাজধানীতে পাড়ি দিয়েছেন শুভেন্দু অধিকারীও । বিজেপি প্রথম পর্যায়ে প্রথম দু দফার নির্বাচনের 60 টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে জানা গিয়েছে ।
নয়াদিল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কথা । এটাই দস্তুর বিজেপির। তার আগে আজ সকালে বৈঠকে বসবে কেন্দ্রীয় নির্বাচন কমিটি । প্রার্থী তালিকার একটি খসড়া নিয়ে নয়াদিল্লি গিয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা । প্রথমে কথা ছিল শুভেন্দু অধিকারী সেই দলে থাকবেন না । কিন্তু গেরুয়া শিবিরের ''চাণক্য'' অমিত শাহ ফোন করে শুভেন্দুকে নয়াদিল্লি যেতে আমন্ত্রণ জানান। এরপরই শুভেন্দুও কলকাতা বিমানবন্দর থেকে রাতের বিমানে চড়েন। গিয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ও সদ্য তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । বিশেষজ্ঞরা বলছেন, আদি ও নব্য বিজেপির মধ্যে ভারসাম্য রক্ষা করেই আগামী দিনে বাংলায় এগোতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব ।