পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রথম প্রার্থী তালিকা নিয়ে দিল্লিতে আজ বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

প্রথম 2 দফার জন্য প্রার্থী তালিকা ঠিক করতে আজ দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি । প্রতিটি আসনের জন্য 4-5 জনের নাম নিয়ে নয়াদিল্লি উড়ে গিয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা ।

west bengal assembly election 2021: BJP Central Election Committee meet today on first list of candidates
প্রথম প্রার্থী তালিকা নিয়ে দিল্লিতে আজ বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি

By

Published : Mar 4, 2021, 8:55 AM IST

কলকাতা/নয়াদিল্লি, 4 মার্চ : রাজ্যের প্রথম দু দফার ভোটের প্রার্থী তালিকা আজই চূড়ান্ত করার কথা বিজেপির । বৃহস্পতিবার নয়াদিল্লিতে বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব এই বৈঠকে যোগ দেবেন বলে খবর । বৈঠকে অংশ নিতে গতকাল রাতেই চার্টার্ড বিমানে চড়ে নয়াদিল্লি উড়ে গিয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। প্রথমে যাওয়ার কথা না-থাকলেও অমিত শাহের আমন্ত্রণে রাজধানীতে পাড়ি দিয়েছেন শুভেন্দু অধিকারীও । বিজেপি প্রথম পর্যায়ে প্রথম দু দফার নির্বাচনের 60 টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে জানা গিয়েছে ।

নয়াদিল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কথা । এটাই দস্তুর বিজেপির। তার আগে আজ সকালে বৈঠকে বসবে কেন্দ্রীয় নির্বাচন কমিটি । প্রার্থী তালিকার একটি খসড়া নিয়ে নয়াদিল্লি গিয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা । প্রথমে কথা ছিল শুভেন্দু অধিকারী সেই দলে থাকবেন না । কিন্তু গেরুয়া শিবিরের ''চাণক্য'' অমিত শাহ ফোন করে শুভেন্দুকে নয়াদিল্লি যেতে আমন্ত্রণ জানান। এরপরই শুভেন্দুও কলকাতা বিমানবন্দর থেকে রাতের বিমানে চড়েন। গিয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ও সদ্য তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । বিশেষজ্ঞরা বলছেন, আদি ও নব্য বিজেপির মধ্যে ভারসাম্য রক্ষা করেই আগামী দিনে বাংলায় এগোতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব ।

আরও পড়ুন:মমতার মাস্টারস্ট্রোক ! শুক্রে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

তবে সূত্রের দাবি, প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে প্রবল টানাপোড়েন অব্যাহত বিজেপিতে । বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই জানিয়েছেন, প্রতিটি আসনের জন্য 4-5 জনের নাম শর্টলিস্টেড হয়েছে । তিনি বলেন, ''প্রথম দু দফার ভোটের জন্য আমাদের জেলা শাখা থেকে 120-140টি নাম পেয়েছি । এগুলি ছাড়াও আরও কয়েকশো নাম রয়েছে । প্রত্যেক আসনের জন্য আমাদের কাছে 20-25টি নাম রয়েছে। তার মধ্যে থেকে আমরা প্রতি আসনের জন্য 4-5টি নাম শর্টলিস্ট করেছি । তার থেকেও নাম কাটছাঁট করে চূড়ান্ত প্রার্থী নিয়ে সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব । এর থেকেই বোঝা যায় যে, বিভিন্ন ক্ষেত্রের মানুষ আমাদের সঙ্গে থাকতে চান ।'' দিলীপ বিষয়টিকে এ ভাবে দেখালেও, প্রার্থী তালিকা থেকে এত পরিমাণ নাম বাদ পড়লে তার থেকে দলে অসন্তোষ তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের ।

তবে প্রার্থী তালিকায় বিজেপি তরুণ প্রজন্মের উপর বিশেষ জোর দিতে চাইছে বলে খবর । থাকবে বেশ কিছু চমকও । সম্প্রতি শাসক দল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিভিন্ন হেভিওয়েট নেতার প্রাপ্তি কী হতে চলেছে, তা নিয়েও জল্পনা তুঙ্গে। টলি পাড়াতেও সম্প্রতি পদ্মের ছড়াছড়ি । বেশ কয়েকজন তারকা যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে । তাঁদের মধ্যে কারা কারা প্রার্থী তালিকায় থাকবেন, তা নিয়েও মানুষের মনে আগ্রহ চরমে । তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব ।

ABOUT THE AUTHOR

...view details