পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কবে প্রকাশ হবে WBCS 2018-র ফলাফল? কী বলছে কমিশন… - Maine Results Not Published, Concerned Examiners

একবছর একমাস পরেও WBSC-2018-এর মেইন পরীক্ষার ফল ৷ চিন্তিত পরীক্ষার্থীরা ৷ কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুডিশিয়াল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরই WBCS 2018-র মেইন পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৷

psc কমিশনের অফিস

By

Published : Sep 16, 2019, 11:33 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : ফলপ্রকাশ হয়নি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBSC) এগজ়িকিউটিভ, 2018-র মেইন পরীক্ষার ৷ একবছর একমাস পরেও পরীক্ষার ফলপ্রকাশ না হওয়ায় প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীরা ৷ এ বিষয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরই WBCS 2018-র মেইন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৷

WBSC-2018-এর মেইন পরীক্ষার পর 2019-র মেইন পরীক্ষাও হয়ে গেছে ৷ WBCS চাকরিপ্রার্থী বলেন, "2018-র WBCS-র মেইন পরীক্ষার রেজ়াল্ট এখনও বের হয়নি ৷ ধীর গতিতে চলছে গোটা প্রক্রিয়া ৷ পাবলিক সার্ভিস কমিশন (PSC)-র উচিত পুরো প্রক্রিয়াটা এক বছরের মধ্যে সম্পূর্ণ করা ৷ অনেকের অনেক সমস্যা থাকে ৷ বয়সের ক্ষেত্রে এটা হয়তো কোনও পরীক্ষার্থী বা চাকরিপ্রার্থীর শেষ চেষ্টা৷ অনেকের WBCS স্বপ্ন ৷ বিজ্ঞাপন প্রকাশের এক বছরের মধ্যে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করলে চাকরিপ্রার্থীদের সবথেকে বেশি সুবিধা হয় ৷" PSC-র চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, "2018-র ফল প্রকাশ বাকি আছে। সেই ফলাফল অর্থাৎ ইন্টারভিউয়ের তালিকা আগে বের করতে হবে ৷ এখন জুডিশিয়াল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া চলছে, তারপরে WBCS-র ফল প্রকাশ হবে ৷"

আরও পড়ুন : হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিরপেক্ষ-স্বচ্ছ ভাবমূর্তির জন্য সানি লিওন চাকরিপ্রার্থী!

প্রতি বছর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজ়িকিউটিভ, অন্যান্য সার্ভিস এবং পোস্টে নিয়োগের জন্য WBCS পরীক্ষা নেয় PSC । 2018-র 20 সেপ্টেম্বর WBCS এগজ়িকিউটিভ পরীক্ষা হয় ৷ 2017 সালে সুপারিশ তালিকা প্রকাশ করেছিল কমিশন ৷ যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সংশ্লিষ্টমহলে৷ এরমধ্যে 2017-র নভেম্বরে কমিশন WBCS পরীক্ষার বিজ্ঞাপন দেয়‌ ৷ প্রিলিমিনারি পরীক্ষার পর 11 হাজার 36 জন পরীক্ষার্থী নির্বাচিত হন মেইন পরীক্ষার জন্য ৷ 2018-র 17, 18, 19 ও 21 অগাস্ট WBCS 2018-র মেইন পরীক্ষা হয় ৷ WBCS 2019-র বিজ্ঞাপন বের হয় 2018 সালের নভেম্বরে ৷ চলতি বছরের 9 ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা হয় ৷ গত 14 মে প্রিলিমিনারি পরীক্ষার ফলপ্রকাশ হওয়ার পর 15 হাজার 997 জন পরীক্ষার্থী মেইন পরীক্ষার জন্য নির্বাচিত হন ৷ 2019-র মেইন পরীক্ষা হয় 25 থেকে 28 জুলাই ৷ দু'বছর মেইন পরীক্ষা হয়ে গেলেও এখনও পর্যন্ত ফলপ্রকাশ হয়নি কোনও পরীক্ষারই ৷ স্বাভাবিকভাবেই চিন্তিত পরীক্ষার্থীরা ৷

ABOUT THE AUTHOR

...view details