কলকাতা, 16 সেপ্টেম্বর : ফলপ্রকাশ হয়নি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBSC) এগজ়িকিউটিভ, 2018-র মেইন পরীক্ষার ৷ একবছর একমাস পরেও পরীক্ষার ফলপ্রকাশ না হওয়ায় প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীরা ৷ এ বিষয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরই WBCS 2018-র মেইন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৷
WBSC-2018-এর মেইন পরীক্ষার পর 2019-র মেইন পরীক্ষাও হয়ে গেছে ৷ WBCS চাকরিপ্রার্থী বলেন, "2018-র WBCS-র মেইন পরীক্ষার রেজ়াল্ট এখনও বের হয়নি ৷ ধীর গতিতে চলছে গোটা প্রক্রিয়া ৷ পাবলিক সার্ভিস কমিশন (PSC)-র উচিত পুরো প্রক্রিয়াটা এক বছরের মধ্যে সম্পূর্ণ করা ৷ অনেকের অনেক সমস্যা থাকে ৷ বয়সের ক্ষেত্রে এটা হয়তো কোনও পরীক্ষার্থী বা চাকরিপ্রার্থীর শেষ চেষ্টা৷ অনেকের WBCS স্বপ্ন ৷ বিজ্ঞাপন প্রকাশের এক বছরের মধ্যে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করলে চাকরিপ্রার্থীদের সবথেকে বেশি সুবিধা হয় ৷" PSC-র চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, "2018-র ফল প্রকাশ বাকি আছে। সেই ফলাফল অর্থাৎ ইন্টারভিউয়ের তালিকা আগে বের করতে হবে ৷ এখন জুডিশিয়াল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া চলছে, তারপরে WBCS-র ফল প্রকাশ হবে ৷"