পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনার চিকিৎসায় লাগামছাড়া খরচে রাশ টানতে কাল কমিশনের ঘোষণার সম্ভাবনা - কোরোনার চিকিৎসায় লাগামছাড়া খরচে রাশ

বেসরকারি হাসপাতালে কোরোনা চিকিৎসার লাগামছাড়া খরচের রাস টানতে উদ্যোগী হল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)। শনিবার এই বিষয়ে কলকাতার নিউটাউন ক্লাবে বৈঠকে বসতে চলেছে WBCERC ৷

WBCERC
কোরোনার চিকিৎসায় লাগামছাড়া খরচে রাশ

By

Published : Aug 21, 2020, 10:55 PM IST

কলকাতা, 21 অগাস্ট : বেসরকারি হাসপাতালে COVID-19-এর চিকিৎসার জন্য লাগামছাড়া খরচে রাশ টানতে শনিবার বড় কোনও সিদ্ধান্ত ঘোষণা করতে পারে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)। কমিশন সূত্রে শুক্রবার এমনই জানা গিয়েছে।

শনিবার বিকেল চারটের সময় নিউটাউনে অবস্থিত নিউটাউন ক্লাবে বৈঠকে বসতে চলেছে WBCERC অর্থাৎ, রাজ্যের স্বাস্থ্য কমিশনের সদস্যরা। এই বৈঠকে COVID-19-এর চিকিৎসা পদ্ধতি, চিকিৎসার খরচ নিয়ে আলোচনা হবে। জানা গিয়েছে, বেসরকারি হাসপাতালে কোরোনা চিকিৎসা এবং চিকিৎসার খরচ সংক্রান্ত বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকের শেষে বেসরকারি হাসপাতালে কোরোনা চিকিৎসা এবং চিকিৎসার খরচ সংক্রান্ত বিষয়ে বড় কোনও ঘোষণার সম্ভাবনা রয়েছে WBCERC-র তরফে।

COVID-19-এর জেরে অনলাইনে এই কমিশনে বিভিন্ন মামলার শুনানি চলছিল। COVID-19-এর চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে সাধারণ মানুষকে যাতে ভোগান্তির মধ্যে পড়তে না হয়, তার জন্য ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালগুলির জন্য 10 টি অ্যাডভাইসরি ইস‍্যু করেছে রাজ্যের এই স্বাস্থ্যকমিশন। টেলিফোনে কমিশনের সদস্যদের মধ্যে আলোচনার ভিত্তিতে এই সব অ্যাডভাইসরি ইস‍্যু করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, শনিবার নিউটাউনের ওই ক্লাবে কমিশনের সদস্যরা সশরীরে বৈঠকে অংশগ্রহণ করবেন বলে, এই কমিশনের তরফে জানানো হয়েছে।

COVID-19-এর চিকিৎসার খরচ হিসাবে বেসরকারি বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে মোটা অঙ্কের বিল করার অভিযোগ উঠেছে। বেসরকারি হাসপাতালে কোরোনা চিকিৎসার খরচ কীভাবে কমানো যেতে পারে, সেই বিষয়ে ভাবনা-চিন্তা চলছে বলে গত বুধবার জানিয়েছিল WBCERC। কমিশন সূত্রে জানা গিয়েছে, অন্য রাজ্যে বেসরকারি হাসপাতালে COVID-19-এর চিকিৎসার জন্য খরচ বেঁধে দেওয়া হয়েছে। এ রাজ‍্যেও বেসরকারি হাসপাতালে COVID-19-এর চিকিৎসার জন্য খরচ বেঁধে দেওয়া যায় কি না, সেই বিষয়টিও কমিশনের ভাবনা-চিন্তায় রয়েছে।

বেসরকারি হাসপাতালে COVID-19-এর চিকিৎসা এবং চিকিৎসার খরচের পাশাপাশি COVID-19-এর টেস্ট সংক্রান্ত বিষয়েও বেসরকারি বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে। এই ধরনের বিভিন্ন অভিযোগের বিষয়ে ইতিমধ্যেই জানতে পেরেছে এ রাজ্যের স্বাস্থ্যকমিশন। এই কমিশন সূত্রে জানা গিয়েছে, বেসরকারি হাসপাতালে কোরোনা চিকিৎসায় লাগামছাড়া খরচে রাশ টানতে শনিবারের বৈঠকে কমিশনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

ABOUT THE AUTHOR

...view details