হাওড়ার ডুমুরজোলায় মহেশ ভট্টাচার্য হোমিয়োপেথি মেডিকেল কলেজ ও হাসপাতালে একাধিক বিভাগে চুক্তিভিক্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। লাইব্রেরিয়ান, হোমিয়োপেথি কম্পাউন্ডার ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ৷ এই পদগুলিতে শুধুমাত্র রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের অপসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন৷ নারী-পুরুষ নির্বিশেষে আবেদন করতে পারবেন৷
এই পদের জন্য কী যোগ্যতার প্রয়োজন :
1. আসন সংখ্যা : এই পদগুলিতে মোট চার জনকে নিয়োগ করা হবে।
2. শিক্ষাগত যোগ্যতা :
লাইবেরিয়ান পদের জন্য পূর্বে কোনও সরকারি প্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে৷ এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 12,000 টাকা৷
হোমিয়োপেথি কম্পাউন্ডার ও ড্রাসার পদের জন্য পূর্বে কোনও সরকারি প্রতিষ্ঠানে হোমিয়োপেথি কম্পাউন্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 10,000 টাকা৷
গ্রুপ ডি-1 পদের জন্য সরকারি কোনও প্রতিষ্ঠানে লাইব্রেরিতে গ্রুপ ডি পদ থেকে অবসরপ্রাপ্ত হতে হবে৷ পদটির জন্য মাসিক বেতন দেওয়া হবে 8,000 টাকা৷
গ্রুপ ডি-2 পদের জন্য সরকারি কোনও প্রতিষ্ঠানে ডোমের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 8,000 টাকা৷