কলকাতা, 16 অগাস্ট: আবার বেনিয়মের অভিযোগ আপার প্রাইমারিতে ৷ আবারও ইন্টারভিউতে প্রশিক্ষণহীন প্রার্থীদের ডেকেছে স্কুল সার্ভিস কমিশন ৷ এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন 13 জন চাকরিপ্রার্থী ৷
আজ সুনীতা চক্রবর্তী, সুরজিৎ কুণ্ডু ও অমিত পাল -সহ মোট 13 জন হাইকোর্টের দ্বারস্থ হন ৷ তাঁদের দাবি, আপার প্রাইমারির নিয়োগের ইন্টারভিউতে সবাইকে ডাকা হোক ৷ মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "মামলাকারীরা পিওর সায়েন্স বিভাগে পরীক্ষা দিয়েছিলেন ৷ প্রত্যেকেই প্রশিক্ষণপ্রাপ্ত ৷ আগামী 20 অগাস্ট থেকে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে SSC, সেখানে সুজন রায় নামে একজন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে ৷ অথচ তাঁর প্রশিক্ষণ নেই ৷ তাই প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থীকে ইন্টারভিউতে ডাকার জন্য মামলা দায়ের হয়েছে ৷ আগামী সপ্তাহে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে ৷"