পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনেরালের ঝুলন্ত দেহ উদ্ধার ফ্ল্যাট থেকে - ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল

কেরালার তিরুবনন্তপুরমের পাল্লিয়ানাথের বাসিন্দা ইজাজ় আসলামের বয়স 31। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসেসের 2017 ব‍্যাচের অফিসার তিনি ৷ প্রায় দুই বছর আগে কলকাতায় ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনেরালের পদে যোগ দেন তিনি ।

death-of-state-deputy-accountant-general
অস্বাভাবিক মৃত্যু

By

Published : Jan 27, 2020, 8:42 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: রাজ্যের ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনেরালের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল সার্ভে পার্কের সরকারি আবাসনে ৷ আজ সকালে সার্ভে পার্কের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ইজাজ় আসলাম এস-এর ঝুলন্ত দেহ।


কেরালার তিরুবনন্তপুরমের পাল্লিয়ানাথের বাসিন্দা ইজাজ় আসলামের বয়স 31। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসেসের 2017 ব‍্যাচের অফিসার তিনি ৷ প্রায় দুই বছর আগে কলকাতায় ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনেরালের পদে যোগ দেন তিনি । সার্ভে পার্কের উচ্চপদস্থ সরকারি কর্মী আবাসনের ছয়তলায় একাই থাকতেন। আজ সকাল সাড়ে দশটা নাগাদ সেই ফ্ল্য়াট থেকে পুলিশ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে।


পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, মানসিক অবসাদে ভুগছিলেন ইজাজ় । তাঁর চিকিৎসা চলছিল। তিনি আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । যোগাযোগ করা হয়েছে তাঁর পরিবারের সঙ্গে ।

ABOUT THE AUTHOR

...view details