পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বেকারত্বে দেশের নিরিখে ভালো জায়গায় রাজ্য, টুইট মমতার - আমফান

COVID-19 ও ঘূর্ণিঝড় আমফানের জেরে রাজ্যের আর্থিক পরিস্থিতি সংকটের মুখে ৷ এই অবস্থায় বিশেষ আর্থিক কৌশল গ্রহণ করছে রাজ্য সরকার ৷

mamata
মমতা

By

Published : Jul 4, 2020, 10:14 AM IST

Updated : Jul 4, 2020, 11:20 AM IST

কলকাতা, 4 জুলাই : COVID-19 ও ঘূর্ণিঝড় আমফানের মোকাবিলায় শক্তিশালী আর্থিক কৌশল গ্রহণ করেছে রাজ্য সরকার ৷ আজ টুইটে একথা লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

টুইটারে তিনি লেখেন, "COVID-19 ও ঘূর্ণিঝড় আমফানের মোকাবিলায় শক্তিশালী আর্থিক কৌশল গ্রহণ করেছে রাজ্য সরকার ৷ এক্ষেত্রে প্রমাণ হিসেবে বলা যায়, CMIE অনুযায়ী জুন মাসে রাজ্যে বেকারত্বের হার 6.5 শতাংশ। যা দেশের 11 শতাংশের তুলনায় অনেক ভালো। উত্তরপ্রদেশে বেকারত্বের হার 9.6 শতাংশ এবং হরিয়ানায় 33.6 শতাংশ।"

গতকাল আরেকটি টুইটে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার অনুরোধ জানান ৷ তিনি লেখেন, ‘‘কেন্দ্রের কাছে আমার আবেদন, অসংগঠিত ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের 10 হাজার টাকা করে দেওয়া হোক ৷ PM কেয়ারস ফান্ডের কিছু অংশ এর জন্য ব্যবহার করা যেতে পারে ৷’’

কোরোনা ভাইরাসের মোকাবিলায় দেশ তথা রাজ্যগুলি মার্চের শেষ থেকে লকডাউন চালাচ্ছে ৷ ফলে, অর্থনীতি থমকে দাঁড়িয়েছে ৷ কোরোনা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 20 লাখ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন ৷ যা নিয়ে পরবর্তীতে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয় কেন্দ্রকে ৷

এদিকে আমফান মোকাবিলায় রাজ্যকে এক হাজার কোটি টাকা সাহায্যের ঘোষণা করেছে কেন্দ্র ৷ 20 মে রাজ্যে আমফান আছড়ে পড়ার 36 ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী ৷ দুই 24 পরগনার ক্ষতিগ্রস্ত এলাকা হেলিকপ্টারে পরিদর্শনের পর বসিরহাটে প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যকে সাহায্যের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ৷ এবার কোরোনা পরিস্থিতি ও আমফান মোকাবিলায় বিশেষ কৌশল গ্রহণের কথা জানাল রাজ্য ৷

Last Updated : Jul 4, 2020, 11:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details