পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bhowanipore Double Murder case : ভবানীপুর জোড়া খুনকাণ্ডে ভিনরাজ্য থেকে ধৃত আরও 2 - Bhowanipore Double Murder case

কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার অফিসারেরা উত্তরপ্রদেশ ও ওড়িশা থেকে সঞ্জয় ও রাহুল নামে এই দু'জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে (two more arrested in Bhowanipore Double Murder Case) ৷

Bhowanipore Couple Murde
ভবানীপুর জোড়া খুনকাণ্ড

By

Published : Jun 11, 2022, 11:25 AM IST

Updated : Jun 11, 2022, 12:18 PM IST

কলকাতা, 11 জুন: ভবানীপুরের বৃদ্ধ দম্পতি অশোক শাহ এবং রেশমি শাহের খুনের ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করল পুলিশ (two more arrested in Bhowanipore Double Murder Case) ৷ কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার অফিসারেরা উত্তরপ্রদেশ ও ওড়িশা থেকে এই দু'জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে ৷ উত্তরপ্রদেশের মথুরাপুর থেকে গ্রেফতার করা হয়েছে বিশাল বর্মনকে ৷ ওড়িশা থেকে গ্রেফতার হয়েছে সঞ্জয় ওরফে রাহুল ৷

জোড়া খুনের ঘটনায় এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল 5 ৷ পুলিশ জানিয়েছে, ধৃত বিশাল ও সঞ্জয় দু'জনেই অপরাধমূলক কাজের সঙ্গে অতীতে জড়িত ছিল ৷ ধৃতদের শনিবারই কলকাতায় নিয়ে আসা হচ্ছে ৷ এই খুনের ঘটনায় এর আগে গ্রেফতার করা হয়েছিল আরও 3 জনকে ৷ তারা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে ৷ বিশাল ও সঞ্জয়কেও নিজেদের হেফাজতে নিয়ে তাদের সঙ্গে বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা ৷

আরও পড়ুন : লুটের উদ্দেশ্যেই গুজরাতি দম্পতি খুন ?

চলতি মাসের 6 তারিখ সন্ধ্যাবেলায় ভবানীপুর থানা এলাকার একটি ঘর থেকে উদ্ধার হয় গুজরাতি দম্পতি অশোক শাহ এবং রেশমি শাহের রক্তাক্ত দেহ । জানা গিয়েছে, স্ত্রী রেশমি শাহকে মাথার পিছনে গুলি করা হয় । পরে ভোঁতা অস্ত্র দিয়ে মারা হয় তাঁকে । তাঁর স্বামী অশোক শাহকে ধারালো ছুরি দিয়ে খুন করা হয় ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে পুলিশ জানতে পারে, ওই দিন দুপুর 1টা থেকে আড়াইটের মধ্যে এই জোড়া খুনের ঘটনা ঘটে ৷

Last Updated : Jun 11, 2022, 12:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details