কলকাতা, 16 জুলাই : কর্পোরেট ভবনের ধাঁচে তৃণমূল ভবন (Trinamool Bhaban) নতুন রূপে গড়ে উঠবে । সেখানে থাকবে সমস্ত আধুনিক সুবিধা । কিন্তু টাকা আসবে কোথা থেকে ? সাধারণ মানুষের মনে এই প্রশ্ন উঠতেই পারে । তৃণমূল (Trinamool Congress) সূত্র থেকে জানা যাচ্ছে, সংসদ, বিধায়ক ও জনপ্রতিনিধিদের দেওয়া চাঁদাতেই গড়ে উঠবে এই ভবন । দলের তরফে সব হিসেব রাখা হচ্ছে । নয়া ভবন উদ্বোধনের পর তা জনসমক্ষে নিয়ে আসা হবে ।
ঝাঁ চকচকে ভবন তৈরি করতে যে খরচ হবে, তা নিয়ে যাতে বিরোধীরা কোনও অভিযোগ তুলতে না পারে সেই কারণে চাঁদার সমস্ত হিসেব রাখা হচ্ছে ৷ তাছাড়া ভবন তৈরিতে দলের সর্বস্তরের কর্মী-সমর্থকদের অংশীদারিত্ব থাকলে সদর দফতরের প্রতি তাঁদের আলাদা দায়বদ্ধতা থাকবে বলেও মনে করছে পশ্চিমবঙ্গের শাসক দল ৷
আরও পড়ুন :সংসদের বাদল অধিবেশনে এবার "দিদি ও দিদি"-র পাল্টা জবাব দেবে তৃণমূল
তৃণমূল কংগ্রেসের এই সদর দফতর রয়েছে সায়েন্স সিটি (Science City) পেরিয়ে রুবি যাওয়ার পথে একেবারে বাইপাসের ধারে তপসিয়ায় ৷ 2004 সালে লোকসভা নির্বাচনের আগে এই ভবন তৈরির কাজ শুরু হয় ৷ সেই সময় তপসিয়ার 36 জি-এর এই ঠিকানায় তৃণমূল ভবন গড়ে ওঠার পেছনে যথেষ্ট ভূমিকা ছিল রাজ্যের বর্তমান মন্ত্রী জাভেদ খানের । এরপর দীর্ঘ 17 বছর ওই ভবন নানা কাহিনির সাক্ষী ।
তবে এবার লড়াই জাতীয় স্তরে ৷ তাই কর্পোরেট ধাঁচে গড়া হচ্ছে তৃণমূল ভবন । জুন মাস থেকে একটু একটু করে ভাঙার কাজ শুরু হয়েছে তৃণমূল ভবনের । জুলাই-এর শেষের মধ্যে বাকি অংশ ভাঙা হয়ে যাবে । অগস্ট থেকে নতুন ভবনের কাজ পুরোদমে শুরু হয়ে যাবে । এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, তাতে আগামী বছর দলের প্রতিষ্ঠা দিবসের দিন এই নতুন ভবন উদ্বোধন করতে চায় রাজ্যের শাসক দল । সেই লক্ষ্যে জোরকদমে কাজ শুরু হয়েছে ।