পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

AMC Election 2022 : গোবিন্দর টোটোয় সওয়ারি হয়ে আসানসোলে ভোট বৈতরণী পার করার চেষ্টা বিজেপির - আসানসোলে বিজেপির প্রার্থী টোটোচালক গোবিন্দ

তারকনাথ ধীবর ওরফে গোবিন্দ ৷ পেশা টোটোচালক ৷ আসানসোল পৌরনিগমের 103 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী (toto driver contesting election for bjp from asansol ward 103) ৷ তাঁর সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা ৷ তাই ভোটে জিতে ওয়ার্ডের গরিবদের পাশে দাঁড়াতে চান তিনি ৷

toto driver contesting election for bjp from asansol ward 103
AMC Election 2022 : আসানসোলে বিজেপির প্রার্থী টোটোচালক গোবিন্দ

By

Published : Jan 22, 2022, 7:20 PM IST

আসানসোল, 22 জানুয়ারি : পেশায় টোটোচালক৷ তাও নিজের টোটো নয়। অন্যের টোটো ভাড়া করে চালিয়ে উপার্জন। দৈনিক 400 টাকা আয়, তার মধ্যে আবার আড়াইশো টাকা দিতে হয় টোটো মালিককে। আর এই স্বল্প উপার্জনেই নিজের সংসারে বাবা, স্ত্রী এবং মেয়েকে নিয়ে দিন গুজরান করছেন আসানসোল পৌরনিগমের 103 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারকনাথ ধীবর (BJP Candidate in Asansol Ward 103)। ডাক নাম গোবিন্দ।

এলাকার মানুষের প্রিয়, সৎ গোবিন্দই এবার বিজেপির তুরুপের তাস। যেভাবে শালতোড়ার হতদরিদ্র চন্দনা বাউরিকে বিধানসভায় প্রার্থী করে বিজেপি চমকে দিয়েছিল, তেমনি ভাবেই তারকনাথ ধীবরকে প্রার্থী করেছে বিজেপি।

আসানসোল পৌরনিগমের 103 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন তারকনাথ ধীবর ওরফে গোবিন্দ (toto driver contesting election for bjp from asansol ward 103)। সকাল থেকেই টোটো সাজিয়ে প্রচার করতে বেরোচ্ছেন গোবিন্দ। নিজেই চালাচ্ছেন টোটো। কখনও টোটো থেকে নেমে পড়ে অলিগলি ঘুরে মানুষজনের সঙ্গে কথা বলছেন। এলাকার পরিচিত মুখ। সবাই চেনেন। গ্রামবাসীদের সহানুভূতিও রয়েছে গোবিন্দ দরিদ্র পরিবার থেকে এসেছেন বলে। এলাকার মানুষজন চাইছেন কাউন্সিলর হোক গোবিন্দ।

কারণ, বাকি যারা গোবিন্দর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের বেশিরভাগই ওই ওয়ার্ডের বাসিন্দা নন। তাই তাঁদের কেউ জিতলে সমস্যার সমাধান হবে না বলেই বাসিন্দাদের আশঙ্কা ৷ অতীতে এমন ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি।

আসানসোলে বিজেপির প্রার্থী টোটোচালক গোবিন্দ

এলাকার বাসিন্দাদের অভিযোগ, 103 নম্বর ওয়ার্ডের হাতিনল, রক্তা-সহ বিভিন্ন এলাকায় এখনও উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। প্রাক্তন কাউন্সিলর সেভাবে নজরই দেয়নি বলে অভিযোগ। তাই গ্রামের ছেলে গোবিন্দকেই কাউন্সিলর হিসেবে পেতে চাইছেন হাতিনল গ্রামের মানুষ।

যদিও এলাকায় তৃণমূলের সংগঠন শক্তিশালী। তাই ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ৷ বিজেপি তুরুপের তাস গোবিন্দ কি এনে দিতে পারবে 103 নম্বর আসনটি, নাকি সেটি আবার পুনরায় তৃণমূলের দখলে যাবে।

আরও পড়ুন :AMC Election 2022 : আসানসোল পৌরভোটের প্রচারে বিজেপির হাতিয়ার বাবুলের গান

ABOUT THE AUTHOR

...view details