আসানসোল, 22 জানুয়ারি : পেশায় টোটোচালক৷ তাও নিজের টোটো নয়। অন্যের টোটো ভাড়া করে চালিয়ে উপার্জন। দৈনিক 400 টাকা আয়, তার মধ্যে আবার আড়াইশো টাকা দিতে হয় টোটো মালিককে। আর এই স্বল্প উপার্জনেই নিজের সংসারে বাবা, স্ত্রী এবং মেয়েকে নিয়ে দিন গুজরান করছেন আসানসোল পৌরনিগমের 103 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারকনাথ ধীবর (BJP Candidate in Asansol Ward 103)। ডাক নাম গোবিন্দ।
এলাকার মানুষের প্রিয়, সৎ গোবিন্দই এবার বিজেপির তুরুপের তাস। যেভাবে শালতোড়ার হতদরিদ্র চন্দনা বাউরিকে বিধানসভায় প্রার্থী করে বিজেপি চমকে দিয়েছিল, তেমনি ভাবেই তারকনাথ ধীবরকে প্রার্থী করেছে বিজেপি।
আসানসোল পৌরনিগমের 103 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন তারকনাথ ধীবর ওরফে গোবিন্দ (toto driver contesting election for bjp from asansol ward 103)। সকাল থেকেই টোটো সাজিয়ে প্রচার করতে বেরোচ্ছেন গোবিন্দ। নিজেই চালাচ্ছেন টোটো। কখনও টোটো থেকে নেমে পড়ে অলিগলি ঘুরে মানুষজনের সঙ্গে কথা বলছেন। এলাকার পরিচিত মুখ। সবাই চেনেন। গ্রামবাসীদের সহানুভূতিও রয়েছে গোবিন্দ দরিদ্র পরিবার থেকে এসেছেন বলে। এলাকার মানুষজন চাইছেন কাউন্সিলর হোক গোবিন্দ।