কলকাতা, 11 মে : আগামী 13 মে থেকে সোশাল মিডিয়ায় পালটা প্রচারে ঝাঁপিয়ে পড়তে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়, BJP-র কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে পালটা সোশাল মিডিয়াকে হাতিয়ার করেই জনমত গড়ে তুলতে হবে।
আজ সোমবার দলের বিধায়ক, জেলা সভাপতি, কোঅর্ডিনেটরদের নিয়ে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। প্রত্যেকেই নিজেদের বক্তব্যে দলের অবস্থান স্পষ্ট করে দেন। হিন্দিতে বক্তব্য রেখে প্রশান্ত কিশোর ঠিক করে দেন কর্মসূচি। উপস্থিত বিধায়ক, জেলা সভাপতি ও কোঅর্ডিনেটরদের উদ্দেশ্যে বলে দেওয়া হয়, কোরোনা মোকাবিলায় ভালো কাজ করছে রাজ্য সরকার। কিন্তু তা সত্ত্বেও BJP সহ বিরোধীরা অপপ্রচার করে চলেছে। একটা ভুল হলে সেটাকে 100 গুণ বড় করে দেখাচ্ছে । এর জন্য পাল্টা প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে।
BJP-র বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পালটা প্রচারের নির্দেশ তৃণমূলের - অভিষেক বন্দ্যোপাধ্যায়
সোমবার দলের বিধায়ক, জেলা সভাপতি, কোঅর্ডিনেটরদের নিয়ে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। প্রত্যেকেই নিজেদের বক্তব্যে দলের অবস্থান স্পষ্ট করে দেন।
তৃণমূল নেতাদের বলা হয়, জুম অ্যাপে সাংবাদিক বৈঠক করে মানুষকে বাস্তবটা জানাতে হবে। রাজ্যের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দিতে হবে। 13 মে থেকে 18 মে পর্যন্ত চলবে প্রথম পর্বের প্রচারকার্য। প্রথম পর্বে 50 জন বিধায়ক শুরু করবেন প্রচার কাজ। এই প্রচারকার্যে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার ট্রেন-বাস সহ যে ব্যবস্থা গুলো করেছে তার পরিসংখ্যান তুলে ধরতে হবে। কোরোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় উত্তর প্রদেশ, গুজরাত সহ অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা যে অনেক ভালো কাজ করেছে তা পরিসংখ্যান সাধারণ মানুষের নজরে আনতে হবে।