কলকাতা, 13 জুলাই : ব্যাপারটা কি বলুন তো, সুযোগ পেলে আবার লেখালেখি তো মনোনিবেশ করতে চান মনোরঞ্জন ব্যাপারী (TMC MLA Manoranjan Byapari) । তবে কি বিধায়ক পথ ছাড়তে চান তিনি ! নাকি ছাড়তে চান তৃণমূলও (Trinamool Congress) ! বুধবার সেই বিষয়ে অবশ্য খোলসা করেননি তিনি ৷ হুগলির বলাগড়ের বিধায়ক শুধু জানিয়েছেন যে লেখালেখিটা ঠিকমতো হচ্ছে না । এবার পুরোদমে লেখালেখিতে মনোনিবেশ করতে চান ।
2021-এর বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) জয়ের পর থেকে শাসক দলের বিধায়ক বহুবার সংবাদ শিরোনামে এসেছেন ৷ বিশেষ করে সতীর্থদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে তিনি আলোচনার কেন্দ্রে এসেছেন একাধিকবার ৷ এদিনও লেখালেখির বিষয়ে কথা বলা ছাড়াও তৃণমূলের অন্দরের কিছু অপ্রিয় কথা তাঁর মুখে শোনা গিয়েছে ৷ এই তৃণমূল বিধায়কের কথায় স্পষ্ট যা ঘটছে, তাতে খুশি নন তিনি । বিশেষ করে যাঁরা দল ছেড়েছিলেন বিজেপিতে (BJP) যোগদানের জন্য, তাঁরাই আবার ফিরছেন তৃণমূলে । এটাই মানতে পারছেন না তিনি ।
বুধবার বিধানসভা চত্বরে দাঁড়িয়েই নিজের মনের কথা ভাগ করে নিলেন তিনি । আর সেখানেই উঠে এল একরাশ ক্ষোভ । তিনি বলেন, ‘‘আমি আসলে লেখালিখির জগতের মানুষ । কিন্তু বিধায়ক হতে হয়েছিল এই জন্য যে বিজেপিকে রুখতে হবে বলে । কিন্তু এখন আবার দেখছি সেই সময় যাঁরা দল ছেড়ে চলে গেলেন, আজকে তৃণমূলের সুদিনে তাঁরা দলে ফিরছেন ।’’