পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Manoranjan Byapari: বিজেপি থেকে তৃণমূলে ফেরা নেতাদের নিয়ে মুখ খুললেন বিধায়ক মনোরঞ্জন - তৃণমূল

হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি (TMC MLA Manoranjan Byapari) ৷ বিতর্কিত মন্তব্যের জন্য তিনি প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন ৷ এবার তিনি মুখ খুললেন বিজেপি থেকে তৃণমূলে ফেরা নেতাদের নিয়ে (TMC MLA Manoranjan Byapari dissatisfied with leaders who have returned from BJP) ৷

tmc-mla-manoranjan-byapari-dissatisfied-with-leaders-who-have-returned-from-bjp
Manoranjan Byapari: বিজেপি থেকে তৃণমূলে ফেরা নেতাদের নিয়ে মুখ খুললেন বিধায়ক মনোরঞ্জন

By

Published : Jul 13, 2022, 9:10 PM IST

কলকাতা, 13 জুলাই : ব্যাপারটা কি বলুন তো, সুযোগ পেলে আবার লেখালেখি তো মনোনিবেশ করতে চান মনোরঞ্জন ব্যাপারী (TMC MLA Manoranjan Byapari) । তবে কি বিধায়ক পথ ছাড়তে চান তিনি ! নাকি ছাড়তে চান তৃণমূলও (Trinamool Congress) ! বুধবার সেই বিষয়ে অবশ্য খোলসা করেননি তিনি ৷ হুগলির বলাগড়ের বিধায়ক শুধু জানিয়েছেন যে লেখালেখিটা ঠিকমতো হচ্ছে না । এবার পুরোদমে লেখালেখিতে মনোনিবেশ করতে চান ।

2021-এর বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) জয়ের পর থেকে শাসক দলের বিধায়ক বহুবার সংবাদ শিরোনামে এসেছেন ৷ বিশেষ করে সতীর্থদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে তিনি আলোচনার কেন্দ্রে এসেছেন একাধিকবার ৷ এদিনও লেখালেখির বিষয়ে কথা বলা ছাড়াও তৃণমূলের অন্দরের কিছু অপ্রিয় কথা তাঁর মুখে শোনা গিয়েছে ৷ এই তৃণমূল বিধায়কের কথায় স্পষ্ট যা ঘটছে, তাতে খুশি নন তিনি । বিশেষ করে যাঁরা দল ছেড়েছিলেন বিজেপিতে (BJP) যোগদানের জন্য, তাঁরাই আবার ফিরছেন তৃণমূলে । এটাই মানতে পারছেন না তিনি ।

Manoranjan Byapari: বিজেপি থেকে তৃণমূলে ফেরা নেতাদের নিয়ে মুখ খুললেন বিধায়ক মনোরঞ্জন

বুধবার বিধানসভা চত্বরে দাঁড়িয়েই নিজের মনের কথা ভাগ করে নিলেন তিনি । আর সেখানেই উঠে এল একরাশ ক্ষোভ । তিনি বলেন, ‘‘আমি আসলে লেখালিখির জগতের মানুষ । কিন্তু বিধায়ক হতে হয়েছিল এই জন্য যে বিজেপিকে রুখতে হবে বলে । কিন্তু এখন আবার দেখছি সেই সময় যাঁরা দল ছেড়ে চলে গেলেন, আজকে তৃণমূলের সুদিনে তাঁরা দলে ফিরছেন ।’’

এর প্রতিবাদে কি তিনি তৃণমূল ছাড়তে চান ? মনোরঞ্জন ব্যাপারী বলেন, ‘‘মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) বললে এখনই দল ছেড়ে দেবেন । উনি যা বলবেন তাই করব । তাতে আমার এক বারও দ্বিধা থাকবে না । আমি তো লোকের সঙ্গেই আছি । লোকজন আমাকে ভালবাসে । লোকের লড়াই-আন্দোলনে আমি আছি । বিধায়ক হিসাবেও আছি, বিধায়ক না হয়েও থাকব । লেখালিখির ক্ষতি হচ্ছে এটা ঠিক । কিন্তু বিধায়ক পদ ছাড়া বা না ছাড়াটা এক জন মানুষের আদেশের উপর নির্ভর করছে ।’’

তবে এটাও জানাতে ভোলেননি, লেখার জন্য মন পুড়ছে তাঁর । তাই সুযোগ পেলে পুরোপুরি লেখাতেই মনোনিবেশ করতে চান তিনি । এখানেই প্রশ্ন উঠছে, এই সুযোগটা কিসের ! তবে কি বিধায়ক পদ ছাড়বেন বলাগড়ের বিধায়ক । প্রশ্নটা কিন্তু থাকছেই ।

আরও পড়ুন :Partha on President Election 2022: দ্রৌপদী মুর্মু রাজ্যে এলেও কেন তৃণমূলের কাছে ভোট চাইলেন না, প্রশ্ন তুললেন পার্থ

ABOUT THE AUTHOR

...view details