পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

যাঁরা তৃণমূলে গেছেন, আবার ফিরে আসবেন : কৈলাস - Councellor

BJP ছেড়ে তৃণমূলে ফিরে যাওয়া কাউন্সিলররা আবারও BJP-তে ফিরবেন, দাবি করলেন কৈলাস বিজয়বর্গীয় ।

বাগবাজারে রথে কৈলাস বিজয়বর্গীয়

By

Published : Jul 12, 2019, 10:43 AM IST

কলকাতা, 12 জুলাই : যাঁরা তৃণমূলে গেছেন, তাঁরা আবার BJP-তে ফিরে আসবেন । তৃণমূলে ফিরে যাওয়া কাউন্সিলরদের প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন BJP-এর কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ।

বাগবাজারে উলটোরথের এক অনুষ্ঠানে কৈলাস বলেন, " হালিশহর ও কাঁচরাপাড়ার কাউন্সিলরা আবার BJP-তে ফিরবেন । মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করে, ভয় দেখিয়ে তাঁদের তৃণমূলে ফিরতে বাধ্য করা হয়েছে । আগামী দিনে তৃণমূল থেকে একটা বড় সংখ্যা BJP-তে যোগদান করবে ।"

আরও পড়ুন : মমতা ব্যানার্জি কাটমানি জড়ো করে ভাইপোর কাছে পৌঁছে দিয়েছেন : কৈলাস

BJP সূত্রে জানা গেছে, গতকাল রাতেই হালিশহর ও কাঁচরাপাড়ার কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। হালিশহর ও কাঁচরাপাড়ার কাউন্সিলারদের উপর চাপ সৃষ্টি করে দলে ফেরানোর চেষ্টা করছে তৃণমূল, অভিযোগও তোলা হচ্ছে BJP-র তরফে ।
আরও পড়ুন : যাঁরা কাটমানি নিয়েছেন তাঁদের "অ্যান্টি-কাট" করা হবে : কৈলাস বিজয়বর্গীয়

ABOUT THE AUTHOR

...view details