কলকাতা,6 এপ্রিল : কোরোনাভাইরাসের দাপটে বন্ধ হয়েছে একের পর এক পুজো। কোরোনার সংক্রমণের আতঙ্কে অন্নপূর্ণা পুজো ,বাসন্তী পুজো বাদ পড়েছে। পুজো বন্ধ হওয়ার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বহু মৃৎশিল্পী। অনেকে প্রতিমার বায়না করেও প্রতিমা নিয়ে যায়নি। ফলে কুমোরটুলি হোক বা কালীঘাটের পটুয়াপাড়া মৃৎশিল্পীরা আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন প্রতিদিন। কাজ না থাকার ফলে হাতে অর্থ নেই মৃৎশিল্পীদের। এরকমই 50 জন দরিদ্র মৃৎশিল্পীর পাশে এসে দাঁড়াল ফোরাম ফর দুর্গোৎসব ।
কালীঘাট পটুয়া পাড়ার 50 জন শিল্পীর হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। 5 কেজি চাল 2 কেজি আটা 2 কেজি আলু 2 কেজি ডাল ও তেল নুনের প্যাকেট দেওয়া হয়েছে ফোরাম ফর দুর্গোৎসব পক্ষ থেকে। ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক জানিয়েছেন আগামীকাল কুমোরটুলির দুঃস্থ শিল্পীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে।
দুস্থ মৃৎশিল্পীদের সাহায্যে ফোরাম ফর দুর্গোৎসব - দুঃস্থ মৃৎশিল্পী
পুজো বন্ধ হওয়ার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বহু মৃৎশিল্পী। অনেকে প্রতিমার বায়না করেও প্রতিমা নিয়ে যায়নি। ফলে কুমোরটুলি হোক বা কালীঘাটের পটুয়াপাড়া মৃৎশিল্পীরা আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন প্রতিদিন। কাজ না থাকার ফলে হাতে অর্থ নেই মৃৎশিল্পীদের। এরকমই 50 জন দরিদ্র মৃৎশিল্পীর পাশে এসে দাঁড়াল ফোরাম ফর দুর্গোৎসব ।
ফোরাম ফর দুর্গোৎসব
টানা লকডাউনের ফলে কাজ নেই মৃৎশিল্পীদের। তাই শুধু দুর্গাপুজা করা নয় এখন সামাজিক দায়িত্ব নেওয়া প্রয়োজন। তাই যাঁরা দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন সেইসব মানুষের পাশে থাকা প্রয়োজন বলে জানিয়েছে পুজো কমিটি । কমিটির পক্ষ থেকে বলা হয়, প্রয়োজনে আবারও খাদ্য সামগ্রী দান করবেন শিল্পীদের। আগেই ফোরাম ফর দুর্গোৎসব দু লক্ষ টাকা দিয়েছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে।