পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

tet qualified candidates agitation: চাকরির দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে বিক্ষোভ টেট পাস প্রার্থীদের একাংশের - প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে বিক্ষোভ

চাকরির দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে বিক্ষোভ (tet agitation) দেখাল টেট পাস প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের একাংশ (tet qualified candidates agitation) ৷ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় বিধাননগর থানার পুলিশ (tet qualified trained non included candidates agitation) ।

tet qualified trained non included candidates agitation in saltlake
চাকরির দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে বিক্ষোভ টেটপাস প্রার্থীদের একাংশের

By

Published : Jan 13, 2022, 5:00 PM IST

কলকাতা, 13 জানুয়ারি: সল্টলেক করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন প্রায় 2000 চাকরি প্রার্থী (tet qualified candidates agitation)। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিধাননগর থানার পুলিশ । চাকরিপ্রার্থীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির পরেও তাঁরা এখনও চাকরি পাননি । পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে বিক্ষোভকারীরা ডেপুটেশন জমা দেন । আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে ।

প্রাইমারি টেট পাস (tet agitation) প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীদের মধ্যে যাঁরা 'নন ইনক্লুডেড' তালিকায় (tet qualified trained non included candidates agitation) রয়েছেন, তাঁদের দ্রুত নিয়োগ করতে হবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2020 সালের 11 নভেম্বর ঘোষণা করেন যে, 2014 সালের প্রাইমারি টেটপাস প্রশিক্ষণপ্রাপ্তদের প্রায় 20 হাজার চাকরি প্রার্থীর থেকে 16,500 জনকে দ্রুত চাকরি দেওয়া হবে ৷ পাশাপাশি বাকি প্রার্থীদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে । তবে পর্ষদ প্রায় 12 হাজার প্রার্থীকে ইনক্লুড করে নিযুক্ত করে । আর বাকি প্রার্থীদের মেধা তালিতায় যুক্ত করা হয়নি (not included in the present merit list) ।

আরও পড়ুন:Primary Teachers Recruitment : সার্টিফিকেট না পাওয়া টেট উত্তীর্ণদের আবেদনপত্রের টাকা ফেরৎ কিনা জানতে চাইল হাইকোর্ট

সংগঠনের সম্পাদক অচিন্ত্যপ্রসাদ সামন্ত বলেন, "যেখানে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ধাপে ধাপে বাকিদেরও নেওয়া হবে ৷ সেখানে প্রায় 8 হাজার প্রার্থী বঞ্চিত হয়েছেন । আমাদের চাকরি পাওয়ার বয়সসীমা প্রায় শেষের দিকে । আমরা 2014 সালের প্রাইমারি টেট পাস প্রশিক্ষণপ্রাপ্ত নট ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদে বারবার যোগাযোগ করা সত্বেও কোনও সদুত্তর মেলেনি । আমরা ডিপিএসসি অফিসে, ডিআই অফিসে, জেলাশাসকের অফিসে, ডিভিশনাল কমিশনারের অফিসে ডেপুটেশন দিয়েছি ।"

আরও পড়ুন :Primary Teachers Recruitment : রাজ্যে শুরু হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ

ABOUT THE AUTHOR

...view details