পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

করোনার টিকা ছাড়া স্কুলে প্রবেশ নয়, শিক্ষকদের কঠোর নির্দেশ ডিআইদের

করোনার টিকা না নিলে শিক্ষক-শিক্ষিকাদের আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না ৷ আসলে টিকা নিয়ে ভীতি বা অবিশ্বাস রয়েছে শিক্ষকদের একাংশের মধ্যে ৷ সেই কারণেই কঠোর পদক্ষেপ করতে হচ্ছে বলে দাবি সূত্রের ৷

teachers are not allowed inside the school without covid vaccination
করোনার টিকা ছাড়া স্কুলে প্রবেশ নয়, শিক্ষকদের কঠোর নির্দেশ ডিআইদের

By

Published : Jun 1, 2021, 7:43 PM IST

কলকাতা, 1 জুন : করোনার টিকা না নিলে আর স্কুলেই ঢুকতে পারবেন না শিক্ষক-শিক্ষিরা ৷ একটি শিক্ষা জেলার ডিআইয়ের তরফে এমন নির্দেশ পেয়ে প্রধান শিক্ষক এবং শিক্ষকরা অসন্তুষ্ট হয়েছিলেন ৷ তাঁদের অভিযোগ ছিল, ডিআই অতিসক্রিয় হয়ে এমন নির্দেশ দিচ্ছেন ৷ তবে অন্যান্য জেলা থেকেও এমন নির্দেশ আসতে শুরু করায় শিক্ষকরা নড়েচড়ে বসেছেন ৷ তবে এ প্রসঙ্গে ডিআইরা সাফ জানাচ্ছেন, দফতরের নির্দেশ মতোই এই কড়া বার্তা তাঁদের তরফে দেওয়া হয়েছে ৷

সরকারি কর্মীদের মধ্যে শিক্ষকরা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় পড়েন ৷ ভোটের ডিউটির সময় একটা বড় অংশের শিক্ষক-শিক্ষিকারা টিকা পেয়েছিলেন ৷ তবে যাঁরা সেই সময় টিকার দু’টি বা একটি ডোজও পাননি, তাঁদের জন্য জেলায় জেলায় টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে ৷ বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রশাসনিক ভবনে সেই টিকাকরণ কর্মসূচি চলছে ৷ কলকাতা জেলায় যেমন আরও তিন দিন এই কর্মসূচি চলবে ৷ আগামী 2 এবং 3 জুন চলবে কলকাতায় এই কর্মসূচির আওতায় শিক্ষক-শিক্ষিকারা টিকা পাবেন ৷ কলকাতার বাসিন্দা, কিন্তু বাইরের কোনও স্কুলে কর্মরত, এমন শিক্ষক-শিক্ষিকাদেরও টিকা দেওয়া হবে। তথ্য বলছে, এমন শিক্ষকের সংখ্যা 900-রও কাছাকাছি ৷

আরও পড়ুন :শিশু সুরক্ষায় অভিভাবকদের টিকা, নয়ডায় বিশেষ টিকাকরণ

তবে টিকা নিয়ে ভীতি বা অবিশ্বাস রয়েছে শিক্ষকদের একাংশের মধ্যেও ৷ তাঁদের জন্যই এইভাবে কড়া ভাষায় নির্দেশ জারি করেছেন ডিআইরা ৷ এই প্রসঙ্গে একজন ডিআই জানান, প্রত্যেকটি জেলার জেলাশাসক, শিক্ষা বিষয়ক আধিকারিক এবং মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে একটি ভিডিয়ো কনফারেন্স করা হয়েছে ৷ সেখানেই বলা হয়েছে, কোনও শিক্ষক যেন টিকা থেকে বাদ না পড়েন ৷ যদি তা হয়, তাহলে তাঁদের স্কুলে ঢুকতে দেওয়া হবে না ৷

ABOUT THE AUTHOR

...view details