কলকাতা, 1 জুন : করোনার টিকা না নিলে আর স্কুলেই ঢুকতে পারবেন না শিক্ষক-শিক্ষিরা ৷ একটি শিক্ষা জেলার ডিআইয়ের তরফে এমন নির্দেশ পেয়ে প্রধান শিক্ষক এবং শিক্ষকরা অসন্তুষ্ট হয়েছিলেন ৷ তাঁদের অভিযোগ ছিল, ডিআই অতিসক্রিয় হয়ে এমন নির্দেশ দিচ্ছেন ৷ তবে অন্যান্য জেলা থেকেও এমন নির্দেশ আসতে শুরু করায় শিক্ষকরা নড়েচড়ে বসেছেন ৷ তবে এ প্রসঙ্গে ডিআইরা সাফ জানাচ্ছেন, দফতরের নির্দেশ মতোই এই কড়া বার্তা তাঁদের তরফে দেওয়া হয়েছে ৷
সরকারি কর্মীদের মধ্যে শিক্ষকরা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় পড়েন ৷ ভোটের ডিউটির সময় একটা বড় অংশের শিক্ষক-শিক্ষিকারা টিকা পেয়েছিলেন ৷ তবে যাঁরা সেই সময় টিকার দু’টি বা একটি ডোজও পাননি, তাঁদের জন্য জেলায় জেলায় টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে ৷ বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রশাসনিক ভবনে সেই টিকাকরণ কর্মসূচি চলছে ৷ কলকাতা জেলায় যেমন আরও তিন দিন এই কর্মসূচি চলবে ৷ আগামী 2 এবং 3 জুন চলবে কলকাতায় এই কর্মসূচির আওতায় শিক্ষক-শিক্ষিকারা টিকা পাবেন ৷ কলকাতার বাসিন্দা, কিন্তু বাইরের কোনও স্কুলে কর্মরত, এমন শিক্ষক-শিক্ষিকাদেরও টিকা দেওয়া হবে। তথ্য বলছে, এমন শিক্ষকের সংখ্যা 900-রও কাছাকাছি ৷