কলকাতা, 17 মে : বাড়ছে না হলুদ ট্যাক্সির ভাড়া । গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে সাংবাদিক একথা জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী । পাশাপাশি আগামীকাল থেকে পথে নামতে চলেছে আরও বেশি সংখ্যক অ্যাপ ক্যাব ।
বাস ভাড়া নিয়ে মন্ত্রীর ঘোষণার পরই সুর নরম ট্যাক্সি মালিকদের
ট্যাক্সি সংগঠনগুলি 30 শতাংশ ভাড়া বাড়াবার আর্জি জানিয়েছিল ৷
চলতি সপ্তাহের বৃহস্পতিবার পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্টে (PVD)-এ ট্যাক্সি ও অটো সংগঠনগুলির সাথে একটি বৈঠকে মিটারের উপর 30 শতাংশ বাড়তি ভাড়ার দাবি জানায় ট্যাক্সি সংগঠনগুলি । তবে আজ মন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দেন যে, ট্যাক্সি ও বেসরকারি বাসের ক্ষেত্রে বাড়ানো হবে না ভাড়া । বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল কুমার গুহ বলেন যে, ‘‘23 মার্চ থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে হলুদ ট্যাক্সি । এইসময় যাত্রীরা আমাদের মিটারের ভাড়ার উপর বাড়তি টাকাও দিয়েছেন খুশি হয়ে । তবে সরকারিভাবে দিন ঠিক হলে আমরা আরও বেশি সংখ্যক ট্যাক্সি পথে নামাতে প্রস্তুত ।’’ ট্যাক্সি সংগঠনগুলি অবশ্য 30 শতাংশ ভাড়া বাড়াবার কথা বললেও পরিবহন দপ্তরের তরফে 20 থেকে 25 শতাংশ ভাড়া বাড়াবার আর্জি জানানো হয়েছে । AITUC অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটর কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক নভাল কিশোর শ্রীবাস্তব বলেন যে, ‘‘আমরা আশা করেছিলাম যে, পরিবহন দফতরের তরফে ট্যাক্সি ভাড়া নিয়ে কিছু একটা চিন্তাভাবনা করা হবে । তবে এমন একটি পরিস্থিতিতে সরকার যদি নির্দেশ দেন, তাহলে আমরা ট্যাক্সি চালাতে পারি । কারণ দীর্ঘ লকডাউনের কারণে সমস্ত ট্যাক্সিচালক ও মালিক চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন । এবার যদি ট্যাক্সি চালাবার সুযোগ পাই, তাহলে আগের ভাড়াতেই ট্যাক্সি চালাতে হবে ।’’
ট্যাক্সি অপারেটর কমিটির সম্পাদকের আশঙ্কা, ‘‘আদতে কত সংখ্যক ট্যাক্সি পথে নামানো সম্ভব হবে তা নিয়ে জানা নেই ৷ কারণ প্রায় 80 শতাংশ চালক ও কর্মী লকডাউনের কারণে নিজেদের রাজ্যে চলে গিয়েছেন ৷ যাঁরা আগে গিয়েছিলেন তাঁরা আর ফিরতে পারেননি ।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে রাজ্য পরিবহণ দপ্তর ধাপে ধাপে গণ পরিবহণ পথে নাবাবার উদ্যোগ শুরু করেছে । বাসের মতোই সমস্ত স্বাথ্য বিধি মেনেই চালাতে হবে ট্যাক্সি । আজ সকালে শহরের রাস্তায় কিছু ট্যাক্সি স্যানিটাইজ় করতে দেখা যায় ৷ পাশাপাশি চালকের আসনের চারিদিকে প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয় ৷ ট্যাক্সির পাশাপাশি ইতিমধ্যেই পথে নেমেছে অ্যাপ ক্যাব । হাওড়া স্টেশন ও হাসপাতালগুলির সামনে মোতায়েন করা হয়েছে অ্যাপ ক্যাবগুলি । সাংবাদিক বৈঠকে গতকাল পরিবহন মন্ত্রী জানান, ‘‘সোমবার থেকে আরও এক হাজার অ্যাপ ক্যাব পথে নামানো হবে ।’’