কলকাতা, 12 জুন : আমাদের বাংলা ভাষায় ‘খাল কেটে কুমির ডাকা’র একটা প্রবাদ রয়েছে ৷ মানেটা প্রায় সকলেরই জানা ৷ শত্রুকে না চিনে ঘরে ঢুকতে দিলে ধ্বংস যে অনিবার্য, তা বোঝাতেই এই প্রবাদ ৷ এর একটা কাছাকাছি বিদেশি সংস্করণ দেখা যায় সুপ্রাচীন গ্রিক মহাকাব্য ইলিয়ডে (Iliad) ৷ যেখানে বর্ণিত রয়েছে ট্রয়ের যুদ্ধ ৷ বিপদ বোঝাতে এবার সেই প্রসঙ্গই টেনে আনলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy) ৷ মুকুল রায়ের (Mukul Roy) ঘর ওয়াপসির প্রেক্ষাপটে ট্রয়ের সেই ঘোড়ার কথা মনে করিয়ে দিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ৷
একটু ভেঙে বলা যাক ৷ পদ্ম বনে প্রায় সাড়ে তিন বছর কাটানোর পর শুক্রবারই পুরনো শিবিরে ফিরেছেন মুকুল রায় ৷ বাবার পিছু পিছু গেরুয়া বসন ত্যাগ করেছেন ছেলে শুভ্রাংশুও ৷ আর তারপর থেকেই মুকুলের উপর খড়্গহস্ত তথাগত ৷ তাঁর টুইটারের দেওয়াল ভরে গিয়েছে একের পর এক পোস্টে ৷ আর সেখানেই মুকুলকে ‘‘ট্রয়ের ঘোড়া’’ (Trojan Horse) বলে কটাক্ষ করেছেন তথাগত ৷
প্রশ্ন হল, এত কিছু থাকতে হঠাৎ গ্রিক উপাখ্যান কেন ? তাহলে বরং ইলিয়ডের ওই অংশটা একটু ঝালিয়ে নেওয়া যাক ৷ তাতে বলা হয়েছিল, দিনের পর দিন, বছরের পর বছর চেষ্টা করেও ট্রয় নগরী দখল করতে পারেনি গ্রিকরা ৷ শেষমেশ তাই ছলনার আশ্রয় নেয় তারা ৷ এপিয়াস নামে এক ছুতোরকে দিয়ে মস্ত বড় কাঠের ঘোড়া তৈরি করায় ৷ তারপর সেই ঘোড়া রেখে আসে বদ্ধ ট্রয় নগরীর বাইরে ৷ নাগরিকরা ভেবে বসেন, এ বুঝি তাঁদের যুদ্ধ জয়ের স্মারক ! আনন্দে, উল্লাসে সেই বিশাল কাঠের ঘোড়া নিজেরাই নগরীর ভিতর টেনে নিয়ে যান তাঁরা ৷ পরে ঘোড়ার পেট থেকে বেরিয়ে আসে গ্রিক সৈন্যরা ৷ এক রাতেই ছারখার হয়ে যায় ট্রয় ৷ শেষ হয় যুদ্ধ ৷