কলকাতা, 30 জুন : 8 থেকে 10 আসনের বিমান ভাড়া নিতে চায় রাজ্য সরকার (West Bengal Government) ৷ ভিআইপিদের ব্যবহারের জন্যই এই বিমান ভাড়া নেওয়া হবে ৷ এই মর্মে ই-টেন্ডার দিয়েছে রাজ্য সরকার ৷ এবার এই ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷
বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন ৷ সেখানে রাজ্য সরকারের দেওয়া ই-টেন্ডারের বিজ্ঞপ্তির একটি অংশের ছবি আপলোড করেছেন ৷ সঙ্গে কটাক্ষ করেছেন, ‘‘সাধারণ মানুষ যখন ভুয়ো টিকা নিয়ে সন্ত্রস্ত তখন (স্বঘোষিত) প্রধানমন্ত্রীর জন্য পুষ্পক রথ !’’
আরও পড়ুন :অভিজ্ঞ কর্মীর অভাব ? বিধানসভা ধরে হারের ময়নাতদন্ত চান শুভেন্দু
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এখানে স্বঘোষিত প্রধানমন্ত্রী বলতে শুভেন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন ৷ একই সঙ্গে শুভেন্দু প্রশ্ন তুলেছেন এই বিমান ভাড়ার কারণ নিয়ে ৷ তাঁর অভিযোগ, রাজ্য সরকারের খরচে মমতা লোকসভা নির্বাচনের (Lokshabha Election) প্রচারে গোটা দেশে ঘুরতে চান, সেই কারণেই এই বিমান ভাড়া নেওয়া হচ্ছে ৷
প্রসঙ্গত, যে বিজ্ঞপ্তির ছবি শুভেন্দু টুইটারে আপলোড করেছেন, তাতে দেখা যাচ্ছে যে তিন থেকে পাঁচ বছরের জন্য এই বিমান ভাড়া নেওয়ার কথা বলা হয়েছে ৷ আর একবারে বিমানটি যাতে ভারতের যে কোনও প্রান্তে যেতে পারে, সেটা নিয়ে সংশ্লিষ্ট সংস্থা নিশ্চিত হলে তবেই টেন্ডার দিতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে ৷