কলকাতা, 23 সেপ্টেম্বর : গতকাল নবনিযুক্ত রাজ্য সভাপতিকে আটকানো হয়েছে ৷ তাঁকে প্রচার করতে দেওয়া হয়নি ৷ ভবানীপুরে এভাবে ক্রমাগত বিজেপিকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে ৷ তাই নির্বাচন কমিশনের প্রতি তাঁর আর আস্থা নেই বলেই জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷
ভবানীপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) প্রচারে বাধা দেওয়ার ইস্যুতে শুভেন্দু বলেন, "নির্বাচন কমিশনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা দরকার । ইতিমধ্যেই শিশির বাজোরিয়া এই বিষয়ে দিল্লিতে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েছেন । বিজেপির নির্বাচনী এজেন্ট সজল ঘোষও নির্বাচন কমিশনকে জানিয়েছেন । নির্বাচন কমিশনের প্রতি আর আমরা আস্থা রাখতে পারছি না ।"
"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) হতে হবে সেটা কে বলেছে ? তৃণমূলে আর কোনও নেতা নেই ?" প্রশ্ন শুভেন্দুর । বলেন, "এখন যাঁর সঙ্গে ঘর করছেন, সেই সোনিয়া গান্ধিও মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করেছিলেন । উত্তরাখণ্ডেও মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন ।"