পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Adhikari : রয়েছে কর্মসূচি, সিআইডি হাজিরা এড়ালেন শুভেন্দু - রয়েছে কর্মসূচি, সিআইডি হাজিরা এড়ালেন শুভেন্দু

কর্মসূচি রয়েছে তাই তিনি সিআইডির দফতরে গিয়ে দেখা করতে পারবেন না বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তা নিয়ে আবার কুণাল খোঁচা দিয়ে টুইট করেছেন ৷

সিআইডি হাজিরা এড়িয়ে গেলেন শুভেন্দু
সিআইডি হাজিরা এড়িয়ে গেলেন শুভেন্দু

By

Published : Sep 6, 2021, 11:58 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : সিআইডির (CID) তলবকে এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু মামলায় তাঁকে তলব করেছে সিআইডি ৷ তারপরই ইমেল করে রাজ্য পুলিশের সিআইডিকে জানিয়েছেন, কর্মসূচি রয়েছে তাই তিনি যেতে পারবেন না ৷ এনিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে সিআইডি দফতরে এদিন দুপুরে ফের একবার বৈঠকে বসতে পারেন গোয়েন্দারা ।

ভবানী ভবন সূত্রের খবর, টানা কর্মসূচি থাকার ফলে তিনি এদিন আসতে পারছেন না বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী । এদিন সকালে রাজ্য পুলিশের সিআইডিকে শুভেন্দু একথা জানিয়ে একটি ইমেল করেন ৷ তবে প্রয়োজনে ফের তাঁকে তলবি নোটিশ পাঠানো হবে পারে ৷ পাশাপাশি কাঁথিতে গিয়েও ফের এই ঘটনায় তল্লাশি ও তদন্ত করবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

কর্মসূচির কথা বলার পাশাপাশি আরও একটি যুক্তি বিজেপি শিবিরের থেকে শোনা যাচ্ছে ৷ বলা হচ্ছে, মামলাটি কলকাতা হাইকোর্টে চলছেই ৷ তাই এর মধ্যে শুভেন্দুকে ফের ভবানী ভবনে ডাকার কোনও মানে হয় না ৷ তবে এনিয়ে সিআইডির ডিআইজি পদমর্যাদার এক আধিকারিকের বক্তব্য, "মামলা তো চলছেই, এই মামলাটির তদন্তভার গ্রহণ করেছে সিআইডি ৷ তার জন্য তো তাঁকে ডাকা হয়েছে ৷ তাতে মামলা চলার ক্ষেত্রে তো কোনও অসুবিধা নেই ৷"

এদিন সকালে দিল্লিতে ইডি দফতরে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সেই প্রসঙ্গ তুলে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আরও একটি টুইট করেছেন ৷ লেখেন, "একজন চক্রান্ত জেনেও মাথা উঁচু করে তদন্তের মুখোমুখি হবে । অন্যজন কখনও তদন্ত থেকে বাঁচতে দল বদলায়, আজ আবার তদন্ত এড়াতে গর্তে ঢুকে যাচ্ছে । বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত ।"

আরও পড়ুন : Abhishek Banerjee : কয়লা কাণ্ডে দিল্লির ইডি দফতরে অভিষেক

শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্তে নামেন রাজ্য পুলিশের গোয়েন্দারা । গত 14 জুলাই তাঁরা কাঁথি থানার কাছ থেকে তদন্তভার নেন ৷ কাঁথিতে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের থাকার যে জায়গা আছে, সেখানে গিয়ে একাধিকবার তদন্তও করেন সিআইডির গোয়েন্দারা । এই ঘটনায় শুভেন্দু অধিকারীর অন্যান্য প্রাক্তন নিরাপত্তারক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করেন তাঁরা । গোয়েন্দারা জানান, তদন্তে নেমে একাধিক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না ৷ তাই বিরোধী দলনেতাকে তলব করা হয়েছিল ।

আরও পড়ুন : Suvendu Adhikari : দেহরক্ষীর মৃত্যুর মামলায় সিআইডির তলব শুভেন্দুকে

ABOUT THE AUTHOR

...view details