কলকাতা, 6 সেপ্টেম্বর : সিআইডির (CID) তলবকে এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু মামলায় তাঁকে তলব করেছে সিআইডি ৷ তারপরই ইমেল করে রাজ্য পুলিশের সিআইডিকে জানিয়েছেন, কর্মসূচি রয়েছে তাই তিনি যেতে পারবেন না ৷ এনিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে সিআইডি দফতরে এদিন দুপুরে ফের একবার বৈঠকে বসতে পারেন গোয়েন্দারা ।
ভবানী ভবন সূত্রের খবর, টানা কর্মসূচি থাকার ফলে তিনি এদিন আসতে পারছেন না বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী । এদিন সকালে রাজ্য পুলিশের সিআইডিকে শুভেন্দু একথা জানিয়ে একটি ইমেল করেন ৷ তবে প্রয়োজনে ফের তাঁকে তলবি নোটিশ পাঠানো হবে পারে ৷ পাশাপাশি কাঁথিতে গিয়েও ফের এই ঘটনায় তল্লাশি ও তদন্ত করবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ।
কর্মসূচির কথা বলার পাশাপাশি আরও একটি যুক্তি বিজেপি শিবিরের থেকে শোনা যাচ্ছে ৷ বলা হচ্ছে, মামলাটি কলকাতা হাইকোর্টে চলছেই ৷ তাই এর মধ্যে শুভেন্দুকে ফের ভবানী ভবনে ডাকার কোনও মানে হয় না ৷ তবে এনিয়ে সিআইডির ডিআইজি পদমর্যাদার এক আধিকারিকের বক্তব্য, "মামলা তো চলছেই, এই মামলাটির তদন্তভার গ্রহণ করেছে সিআইডি ৷ তার জন্য তো তাঁকে ডাকা হয়েছে ৷ তাতে মামলা চলার ক্ষেত্রে তো কোনও অসুবিধা নেই ৷"