পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Election 2021 : ভোটের দিন বিজেপির জোড়া কন্ট্রোল রুম, দায়িত্বে শুভেন্দু-সুকান্ত - শুভেন্দু অধিকারী

রবিবার কলকাতা পৌর নির্বাচনের (KMC Election 2021) দিন কোনও অনিয়ম বরদাস্ত করবে না বিজেপি ৷ তাদের সাফ কথা, কোথাও কোনও অনিয়ম হলেই নির্বাচন কমিশন ঘেরাও করা হবে ৷ দলের তরফে খোলা হচ্ছে দু’টি কন্ট্রোল রুমও (BJP Control Rooms) ৷ সেগুলির নজরদারিতে থাকছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

suvendu adhikari and sukanta majumdar ar in charge of bjp control rooms surveillance for kmc election 2021
KMC Election 2021 : ভোটের দিন বিজেপি-র জোড়া কন্ট্রোল রুমে নজরদারির দায়িত্বে শুভেন্দু-সুকান্ত

By

Published : Dec 18, 2021, 7:39 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর : রবিবার কলকাতা পৌরনিগমের নির্বাচন (KMC Election 2021) ৷ বিধানসভা ভোটের পর আবারও যুযুধান তৃণমূল-বিজেপি ৷ পৌরনিগম দখলে রাখা নিয়ে একপ্রকার নিশ্চিত রাজ্যের শাসকদল ৷ অন্যদিকে, ইতিমধ্যেই একাধিক অভিযোগকে সামনে রেখে সরব গেরুয়াবাহিনী ৷ এমনকী, ভোট আটকাতে আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছিল তারা ৷ সেই আর্জি খারিজ হয়ে গেলেও তৃণমূলকে এতটুকুও জমি ছাড়তে নারাজ বিজেপি ৷ আর তাই ভোট চলাকালীন দলের দু’টি কন্ট্রোল রুমের (BJP Control Rooms) নজরদারির দায়িত্ব নিয়েছেন রাজ্যস্তরের দুই প্রধান নেতা ৷ এঁদের একজন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং অন্যজন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

আরও পড়ুন :KMC Election 2021 : শেষবেলার প্রচারে বিজেপি রাজ্য সভাপতির নিশানায় তৃণমূল সুপ্রিমো

বিজেপি সূত্রে খবর, ভোটে কোথাও কোনও কারচুপি বা অনিয়ম হচ্ছে কিনা, দলের নেতা, কর্মীরা কোথাও আক্রান্ত হচ্ছেন কিনা, এই দুই কন্ট্রোল রুমের মাধ্যমে সেদিকেই সর্বক্ষণ নজর রাখা হবে ৷ পাশাপাশি, নজরদারির জন্য দলের তরফে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে ৷ প্রতি একঘণ্টা অন্তর প্রত্যেকটি ওয়ার্ডের আপডেট জানাতে হবে শুভেন্দু-সুকান্তকে ৷

বিজেপির সদর কার্যালয় মুরলীধর সেন লেন এবং হেস্টিংসের দলীয় কার্যালয়ে এই দু’টি কন্ট্রোল রুম খোলা হচ্ছে ৷ রবিবার সকাল থেকেই সেদিকে নজর রাখবেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার ৷ তবে দু’জনের কেউই সশরীরে কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন না ৷ শুভেন্দু থাকবেন কলকাতা লাগোয়া কোনও জেলায় ৷ আর সুকান্ত থাকবেন তাঁর বালুরঘাটের বাড়িতে ৷ দু’টি কন্ট্রোল রুমেই থাকছে অস্থায়ী কল সেন্টার ৷ বিভিন্ন বুথে থাকা বিজেপির পোলিং এজেন্টরা সরাসরি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ৷

আরও পড়ুন :KMC Election 2021 : 25 নম্বর ওয়ার্ডে লড়াইয়ে মুখোমুখি দুই ভাই, রাজনীতি ছায়া ফেলেনি সম্পর্কে

রবিবার দিনভর দলের সদর কার্যালয়েই থাকবেন অগ্নিমিত্রা পল, জ্যোতির্ময় সিং মাহাত এবং অর্জুন সিংরা ৷ থাকবেন প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং অমিতাভ চক্রবর্তীও ৷ এছাড়া, রাজ্যের 20 জন বিজেপি বিধায়কের প্রত্যেককে নিজের নিজের এলাকায় থাকতে বলা হয়েছে ৷ স্থির হয়েছে, কলকাতার কোথাও কোনও ঝামেলা বা অশান্তি হলেই নির্বাচন কমিশন ঘেরাও করা হবে ৷ তারও প্রস্তুতি ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details