পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sujan Chakraborty: উন্নয়নের মিথ্যার ফানুস নিয়ে টানাপোড়েন, বিজেপি-তৃণমূলকে কটাক্ষ সুজনের - Maa Flyover

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে 2009 সালে 317.92 কোটি টাকা খরচ করে 30 মাসের মধ্যে 8.14 কিলোমিটার দীর্ঘ অধুনা মা ফ্লাইওভারের পরিকল্পনা। কাজ শুরু 2010 সালের ফেব্রুয়ারিতে। অন্তিম পর্যায়ে পৌছে যাওয়ার পরে রাজ্যে পট পরিবর্তন ঘটে ৷

Sujan Chakraborty
বিজেপি-তৃণমূলকে কটাক্ষ সুজনের

By

Published : Sep 12, 2021, 9:25 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর সরকারের উন্নতির কথা তুলে ধরতে এই রাজ্যের মা উড়ালপুল ও তার সংলগ্ন পরিবেশের ছবি বিজ্ঞাপনে ব্যবহার করেছেন। একটি সর্বভারতীয় দৈনিকের প্রথম পাতাজুড়ে সেই বিজ্ঞাপন প্রকাশিত হতেই স্বাভাবিক ভাবেই সমালোচনায় সরব হয়েছে রাজ্যের শাসকদল। তাদের দুই সাংসদ টুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা ও 'ডাবল ইঞ্জিন' সরকারের মিথ্যা ফলের কথা তুলে সরব হয়েছেন।

এমনিতেই বিজেপির সমালোচনা করতে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তুলোধনা করে। উত্তরপ্রদেশের বিজেপি শাসন ও তার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা এই রাজ্যের শাসকদলের মুখে মুখে ঘোরে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের এই পারস্পরিক দোষারোপের পালা দেখে দু'পক্ষকেই সমালোচনায় বিঁধলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর মতে, "অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড ঘটছে ৷ উত্তরপ্রদেশের বিজেপির যোগী আদিত্যনাথ বিজ্ঞাপন করেছেন কলকাতার মা ফ্লাইওভার ও তার আশেপাশের হোটেল দিয়ে। তৃণমূল তো লাফাতে শুরু করেছে। এমনভাব কলকাতা মানেই তৃণমূল । কে না জানে । মা ফ্লাইওভারের যাবতীয় কাজকর্মের নব্বই শতাংশ হয়ে গিয়েছিল রাজ্যে তৃণমূল সরকার আসার আগেই ।"

আরও পড়ুন: যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে মা ফ্লাইওভার, তীব্র কটাক্ষ অভিষেক-মহুয়ার

সিপিএম নেতা আরও বলেন, ‘‘তৃণমুল সরকারে এসে বলেছিল পুজোর সময় ওই ফ্লাইওভার উদ্বোধন করবে। তার মানে ওই ফ্লাইওভারের ভাবনা, নীল-নকশা ও তার বাস্তবায়ন নব্বই ভাগ আগেই হয়ে গিয়েছিল। তারপর তৃণমূল সরকার এসে নীল সাদা রং লাগিয়েছে ৷ আর তার পাশের হোটেল কবেকার পুরনো। বামফ্রন্ট আমলে পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলকে যেমন দেখতে পাওয়া যেত না ৷ তেমনই দুর্ভাগ্য হলেও বিজেপিকে সেই বাম আমলের কলকাতা দেখিয়ে কৃতিত্ব নিতে হচ্ছে । পরের দ্রব্য না-বলিয়া লওয়াকে চুরি বলে ৷ বিজেপি ও তৃণমূলকে এই অভ্যাসে অভ্যস্ত হতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক । বিজেপি খলখলে হয়ে যাচ্ছে ।"

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে 2009 সালে 317.92 কোটি টাকা খরচ করে 30 মাসের মধ্যে 8.14 কিলোমিটার দীর্ঘ অধুনা মা ফ্লাইওভারের পরিকল্পনা করা হয়। কাজ শুরু 2010 সালের ফেব্রুয়ারিতে। অন্তিম পর্যায়ে পৌছে যাওয়ার পরে রাজ্যে পট পরিবর্তন ৷ সেই সময়ে ফ্লাইওভারে নাম ছিল পরমা ৷ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে নতুন নামকরণ করেন মা।

ABOUT THE AUTHOR

...view details