কলকাতা, 12 সেপ্টেম্বর: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর সরকারের উন্নতির কথা তুলে ধরতে এই রাজ্যের মা উড়ালপুল ও তার সংলগ্ন পরিবেশের ছবি বিজ্ঞাপনে ব্যবহার করেছেন। একটি সর্বভারতীয় দৈনিকের প্রথম পাতাজুড়ে সেই বিজ্ঞাপন প্রকাশিত হতেই স্বাভাবিক ভাবেই সমালোচনায় সরব হয়েছে রাজ্যের শাসকদল। তাদের দুই সাংসদ টুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা ও 'ডাবল ইঞ্জিন' সরকারের মিথ্যা ফলের কথা তুলে সরব হয়েছেন।
এমনিতেই বিজেপির সমালোচনা করতে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তুলোধনা করে। উত্তরপ্রদেশের বিজেপি শাসন ও তার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা এই রাজ্যের শাসকদলের মুখে মুখে ঘোরে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের এই পারস্পরিক দোষারোপের পালা দেখে দু'পক্ষকেই সমালোচনায় বিঁধলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর মতে, "অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড ঘটছে ৷ উত্তরপ্রদেশের বিজেপির যোগী আদিত্যনাথ বিজ্ঞাপন করেছেন কলকাতার মা ফ্লাইওভার ও তার আশেপাশের হোটেল দিয়ে। তৃণমূল তো লাফাতে শুরু করেছে। এমনভাব কলকাতা মানেই তৃণমূল । কে না জানে । মা ফ্লাইওভারের যাবতীয় কাজকর্মের নব্বই শতাংশ হয়ে গিয়েছিল রাজ্যে তৃণমূল সরকার আসার আগেই ।"