কলকাতা, 8 মার্চ: আজ বিশ্ব নারী দিবস। আর এই নারী দিবসের দিন নারী জাতিকে কুর্নিশ জানায় ইটিভি ভারত (Women's Day Special)। নারীরা আজ সমাজের সকল দিক দিয়ে পুরুষের সঙ্গে পাল্লা দিচ্ছে। আর যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন এই কথাতো সকলেরই প্রায় জানা। কিন্তু যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন ৷ আবার তিনি শহরের আইনশৃঙ্খলাও রক্ষা করেন।
বিশ্ব নারী দিবসে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে একধারে তাঁর মায়ের ভূমিকা,অন্যদিকে স্ত্রী এবং সর্বশেষ থানার ওসি হয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন উল্টোডাঙা মহিলা থানার অফিসার ইনচার্জ শৃঙ্খলা শর্মা। ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তিনি বলেন, "রোজ রাতে থানার ডিউটি অন্য পুলিশ কর্মীদের বুঝিয়ে দিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত 11টা বেজে যায়। বাড়ি গিয়ে সকলের জন্য রান্না করতে হয়। আমার মেয়ে রয়েছে। বয়স 12 বছর। প্রথম অবস্থায় আমার মেয়ে আর সকলের মাকে দেখে বায়না করত যে, আমি কেন তার কাছে সবসময় থাকতে পারি না? কেন তাকে সময় দিতে পারি না । মেয়েকে বোঝাতেই আমার প্রায় এক বছর সময় কেটে গিয়েছে ৷ আর বলতাম, তোমার মতোই কোনও ছোট্ট শিশুর মায়েরা যখন বিপদে পড়ে সেই সময় তোমার মা তাদের পাশে এসে দাঁড়ায় ৷"