কলকাতা, 28 অক্টোবর: অবস্থা আপাতত স্থিতিশীলতার দিকে এগোচ্ছে । স্বাভাবিক খাওয়া-দাওয়াও করছেন । তবে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে এখনও বিপম্নুক্ত বলে মনে করছেন না চিকিৎসকেরা । তাঁর শরীরে সংক্রমণ, ক্রিয়েটিনিন এবং এবং ইউরিয়ার মাত্রা এখনও উদ্বেগেই রেখেছে চিকিৎসকদের । তাই 72 ঘণ্টা পেরিয়ে গেলেও মন্ত্রীর অ্যাঞ্জিওপ্লাস্টি করা সম্ভব হচ্ছে না ।
হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যা তেমন না থাকায়, সুব্রতর বাইপ্যাপ সাপোর্ট খুলে রাখা হয়েছে । রক্তচাপের মাত্রাও আপাতত স্থিতিশীল । মন্ত্রীকে পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকদের নিয়ে তৈরি বোর্ড । তাঁর ভাইটাল প্যারামিটার্সও নজরে রয়েছে চিকিৎসকদের । সব ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে মন্ত্রীর । তবে সুব্রত যেহেতু চিকিৎসায় সাড়া দিচ্ছেন, সুস্থও হয়ে উঠছেন, তাই খুব শীঘ্রই তা সম্ভব হবে বলে আশা চিকিৎসকদের ।
আরও পড়ুন: Mamata Banerjee :যে কেউ আসতে পারেন, কোনও প্রভাব পড়বে না; মমতাকে চ্যালেঞ্জ গোয়ার মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর চলাকালীনই সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন সুব্রত । রবিবাক বিকেলে এসএসকেএম-এর উডবার্ন বিভাগে অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর জন্য ভর্তি করা হয় তাঁকে । রাতে অবস্থার অবনতি হওয়ায় কার্ডিয়োলজি বিভাগের আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় । ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করে পর্যবেক্ষণে রাখা হয় মন্ত্রীকে, যাতে শামিল রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, সিসিইউ স্পেশালিস্ট অসীম কুণ্ডু, মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ, রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট সোমনাথ কুণ্ডু, এন্ডোক্রিনোলজি স্পেশালিস্ট সুজয় ঘোষ এবং নেফ্রোলজি স্পেশালিস্ট অর্পিতা রায়চৌধুরী ।
এসএসকেএম-এর এমএসভিপি পীযূষ রায় জানিয়েছেন, মন্ত্রীর হার্টের সমস্যা ছিল । সঙ্গে সিওপিডি, সুগার । এখনও বিপদমুক্ত নন তিনি। স্থিতিশীলও বলা যাবে না । তবে চেষ্টা করা হচ্ছে সব সময় পর্যবেক্ষণে রেখে চিকিত্সা এগিয়ে নিয়ে যাওয়ার । এমন পরিস্থিতিতে হাজার ব্যস্ততার মধ্যেও মন্ত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মুখ্যমন্ত্রী । বৃহস্পতিবারও ফোনে সুব্রতর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন তিনি ।
আরও পড়ুন:Hilsa : ভাইফোঁটায় পাতে পড়বে ইলিশ, হাওড়ার বাজারে পৌঁছে গেল মাছ