পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যপালকে সামনে রেখে সংকীর্ণ রাজনীতি করছে BJP : সুব্রত মুখোপাধ্যায় - jagdeep dhankhar

আজ রাজভবন থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেখান থেকে তিনি রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করেন ।

subrata mukherjee slams governor
রাজ্যপালকে জবাব দিলেন সুব্রত মুখোপাধ্যায়

By

Published : Sep 28, 2020, 5:35 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : রাজ্যপালকে সামনে রেখে BJP সংকীর্ণ স্বার্থ রক্ষার চেষ্টা করছে । পাঁচ-ছ'মাসের মধ্যে রাজ্যে নির্বাচন রয়েছে । ফলে, নির্বাচনী এজেন্ডা রয়েছে । এরকম রাজ্যপাল পাওয়া দুঃখজনক । রাজ্যপালকে পালটা কটাক্ষ তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের ।

তিনি বলেন, "রাজ্যের শীর্ষ পদ কলুষিত করছেন রাজ্যপাল । আর তাঁকে সামনে রেখে BJP সংকীর্ণ রাজনীতি করছে । উনি BJP-র সভাপতির পদে বসতে পারেন । এভাবে রাজ্যপালের পদকে কলঙ্কিত করছেন কেন?" প্রসঙ্গত, রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজভবনে সাংবদিক বৈঠক থেকে পশ্চিমবঙ্গকে সন্ত্রাসের শীর্ষস্থান বলে তোপ দেগেছেন তিনি । কড়া ভাষায় DGP-কে আক্রমণ করেন । রাজ্যপালের আক্রমণের জবাব দেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় । তিনি বলেন, "রাজ্যপালের কাজ হল আমাদের প্ররোচিত করা । এই সরকারকে মানুষের কাছে ছোটো করা । আমরা ওঁর দয়ায় রাজনীতি করি না । মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করি । মানুষ মুখ্যমন্ত্রীর কাজ ও কথার উপরে বিশ্বাস করে আশীর্বাদ করেন । রাজ্যপালের মন্তব্য দুঃখজনক এবং হাস্যকর ।"

রাজ্যপালকে জবাব দিলেন সুব্রত মুখোপাধ্যায়

কৃষি আইন ও রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে কয়েকদিন ধরে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত তৈরি হয়েছে । DGP-কে তলব করা নিয়ে ইতিমধ্যে ন'পাতার চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীসহ রাজ্য সরকারকে পালটা টুইটে বিদ্ধ করেছেন রাজ্যপাল । তাতেও থেমে থাকেননি । আজ আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকে কার্যত তুলোধোনা করেন রাজ্যপাল ।

ABOUT THE AUTHOR

...view details