কলকাতা, 24 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর প্রতিবাদে সমাবর্তন বয়কট করল যাদবপুরের পড়ুয়াদের একাংশ ৷ ডিগ্রি না নিয়ে আজ়াদি স্লোগান তুলে ব্যানার, কালো পতাকা নিয়ে আন্দোলন করে তারা । প্রায় 40 জনেরও বেশি পডু়য়া আজ তাঁদের স্নাতকোত্তর শংসাপত্র নিতে অস্বীকার করে ৷ সমাবর্তনে যোগ দিতে রাজ্যপাল জগদীপ ধনকড় বিশ্ববিদ্যালয়ে এলে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷
বিক্ষোভের জেরে আচার্য তথা রাজ্যপাল আজ বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার পরেই শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান । উপাচার্য সুরঞ্জন দাস যখন সমাবর্তন অনুষ্ঠান মঞ্চে সকলের হাতে স্নাতকোত্তর ডিগ্রি তুলে দিতে ব্যস্ত, তখন বাইরে CAA বিরোধী বিক্ষোভে সরব ছিল একদল পড়ুয়া । তাঁরা ডিগ্রি না নিয়ে আজ়াদি স্লোগান তুলে ব্যানার, কালো পতাকা নিয়ে প্রতিবাদ চালিয়ে যায় ।