পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Fake Currency Recovered: শহরে উদ্ধার প্রচুর জাল নোট, এসটিএফ-এর জালে মালদার পাচারকারী - মালদার জাল নোট পাচারকারী গ্রেফতার

কলকাতায় উদ্ধার হল প্রচুর জাল নোট (Fake Currency Recovered)৷ এসটিএফ-এর জালে ধরা পড়ল মালদার পাচারকারী (Malda man arrested)৷ উদ্ধার হয়েছে 4 লক্ষ টাকার জাল নোট (STF recovered fake currency)৷

STF recovered fake currency in Kolkata, Malda man arrested
শহরে উদ্ধার প্রচুর জাল নোট, এসটিএফ-এর জালে মালদার পাচারকারী

By

Published : Aug 4, 2022, 1:03 PM IST

কলকাতা, 4 অগস্ট: শহরে টাকা উদ্ধার । তবে এ বার নকল টাকা অর্থাৎ জাল নোট (Fake Currency Recovered)। খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর এ বার মালদার কুখ্যাত জাল নোট পাচারকারীকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (STF recovered fake currency)। ধৃতের নাম রফিকুল ওরফে কাল্লু । তাঁর বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার হারুচক গ্রামে ।

জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 4 লক্ষ টাকার জাল নোট (Malda man arrested)। উদ্ধার হওয়া নোটগুলি প্রত্যেকটি 500 টাকার । উদ্ধার করা হয়েছে 500 টাকার মোট 800টি জাল নোট । এই জাল নোটগুলি নিয়ে ওই ব্যক্তি কেন কলকাতায় এসেছিলেন, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা । এ বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (স্পেশাল টাস্ক ফোর্স) ভি সলেমান নেশাকুমার জানিয়েছেন, ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করছেন গোয়েন্দারা । ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলার রুজু করেছে পুলিশ ।

আরও পড়ুন:আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার জাল নোট ব্যবসায়ী

লালবাজার সুত্রের খবর, গোপন সূত্রে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা জানতে পারেন কলকাতার মৌলালী ক্রসিং-এর কাছে এই ব্যক্তি জাল নোট সরবরাহের জন্য আসছেন । এই খবর পেয়েই এন্টালি থানার সাহায্যে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ওই ব্যক্তিকে গ্রেফতার করেন । ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি কালো রঙের ব্যাগ এবং সেই ব্যাগ খুলতেই দেখা যায় সেখানে থাকে থাকে সাজানো রয়েছে 500 টাকার নোট । পরে লালবাজারে নিয়ে গিয়ে পরীক্ষা করে জানা যায় প্রত্যেকটি নোট জাল ।

ABOUT THE AUTHOR

...view details